Home National চিকেনের আকশছোঁয়া মূল্যবৃদ্ধির মধ্যেই পোল্ট্রি ফার্মে পুড়ল ৫,০০০ টি মুরগি

চিকেনের আকশছোঁয়া মূল্যবৃদ্ধির মধ্যেই পোল্ট্রি ফার্মে পুড়ল ৫,০০০ টি মুরগি

চিকেনের আকশছোঁয়া মূল্যবৃদ্ধির মধ্যেই পোল্ট্রি ফার্মে পুড়ল ৫,০০০ টি মুরগি

by Mahanagar Desk
31 views

মহানগর ডেস্ক: বর্তমানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দাম লাগামছাড়া বাড়ছে। সব্জি থেকে মাছ-মাংসের দাম এখন আকশছোঁয়া। বাজারের প্রতিটি জিনিসের দাম অগ্নিমূল্য। সেখানে দাঁড়িয়ে মুরগীর মাংসের দাম লাগাম ছাড়া।

প্রায় ১৯০ টাক প্রতি কিলো মুরগির দাম হয়েছে দেশজুড়ে। সেখানে দাঁড়িয়ে বুধবার রাতে হিমাচল প্রদেশের হামিরপুরে একটি আগুন পোল্ট্রি ফার্ম আগুন লেগে প্রায় ৫,০০০ মুরগি পুড়ে গেল। বৃহস্পতিবার রাতে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন, গভীর রাতে এই ঘটনা টি ঘটায় এখনও আগুন লাগার কারণ নিশ্চিত হয়নি। তারা জানান, খামারে প্রায় ১২ হাজার মুরগি ছিল।

পোল্ট্রি ফার্মের মালিক জগতার সিং দাবি করেছেন, তার লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। বিঝরি ফায়ার স্টেশনের ইনচার্জ বাতান সিং জানিয়েছেন, বিষাক্ত আগুনে প্রায় ৫ হাজার ছোট-বড় মুরগি পুড়ে গিয়েছে এবং খামারের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং আরও তদন্ত চলছে বলে দাবি করেছেন কর্মকর্তারা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved