Home National হোস্টেলে ভয়াবহ আগুন, আহত ৮ ছাত্র

হোস্টেলে ভয়াবহ আগুন, আহত ৮ ছাত্র

by Shreya Maji
137 views

মহানগর ডেস্ক:  রবিবার সকালে একটি ছাত্র হোস্টেলের বিল্ডিংয়ে ভয়াবহ  অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে। তাতেই   ৮ জন ছাত্র আহত হয়েছে বলেই জানা গিয়েছে।  প্রাথমিক রিপোর্টে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই পুলিশ অনুমান করছে।

রাজস্থানের লক্ষ্মণ বিহারের আদর্শ রেসিডেন্সি হোস্টেলে  ঘটনাটি  ঘটেছে।  কোটা জেলা প্রশাসন “নিরাপত্তা ব্যবস্থা না মেনে চলা এবং ফায়ার এনওসি না থাকার   জন্য হোস্টেলটি সিল করার নির্দেশ দিয়েছে  কোটা পৌর কর্পোরেশনের কর্মকর্তা ড. রাকেশ ব্যাস এই নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আট শিক্ষার্থীর মধ্যে  ৬ জনকে সামান্য পোড়া জখম নিয়ে   মহারাও ভীম সিং (এমবিএস) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসপি দুহান জানিয়েছেন বাকি ২ জনের একজনের হাতে, বুকে এবং ঘাড়ে পোড়া  জখম   এবং পা ভাঙ্গার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ছাত্রটির পায়ে চিড় ধরেছে তিনি আরও ১৪ জনের  সঙ্গে আগুন থেকে বাঁচতে ভবনের প্রথম তলা থেকে লাফ দিয়েছিলেন। ভবনটিতে ৭৫টি কক্ষ রয়েছে যার মধ্যে  ৬১টিতে ছাত্ররা থাকে। আগুন লাগার সময় কিছু শিক্ষার্থী ভবনের ছাদে উঠেছিল, আর কয়েকজন দেয়াল ও জানালা দিয়ে নিচে ওঠার চেষ্টা করেছিল এবং অন্যরা দোতলা থেকে লাফ দিয়ে পায়ে আঘাত পায়। এসপি দুহান জানান, দুটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। উপরের তলায় ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। কুনহারি থানার সার্কেল ইন্সপেক্টর অরবিন্দ ভরদ্বাজ জানিয়েছেন, ভবন থেকে সমস্ত ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

কোটা-দক্ষিণ এবং কোটা-উত্তরে প্রায় ২,২০০টি হোস্টেলকে ইতিমধ্যেই “অগ্নি নিরাপত্তা নির্দেশিকা না মেনে চলার জন্য নোটিশ দেওয়া হয়েছে এবং এই হোস্টেলগুলির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে  বলেই জানানো হয়েছে।  কোটা (শহর) পুলিশ সুপার অমৃতা দুহান জানিয়েছেন, কুনহারি থানার সীমানার অন্তর্গত ল্যান্ডমার্ক সিটি এলাকায় সকাল ৬.১৫  নাগাদ ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্ত অনুসারে, পাঁচ তলা হোস্টেল ভবনের নিচতলায় স্থাপিত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফরেনসিক দল অবশ্য এর সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে।  রাকেশ ব্যাস বলেছেন হোস্টেল ভবনের ভেতরে ট্রান্সফরমার বসানো ছিল তা উদ্বেগজনক। রাতের কোনো এক সময় ঘটনা ঘটলে ঘটনাটি মর্মান্তিক মোড় নিতে পারত বলেও উল্লেখ করেন তিনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved