মহানগর ডেস্ক: ফের ফিরল মানুষখেকো বাঘের আতঙ্ক। এক চিতাবাঘ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে চারটি শিশুর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটছে উত্তর প্রদেশের বলরামপুর জেলার বহরবা রেঞ্জের ধরমপুর এলাকায়। আর জিম করবেট এবং রুদ্রপ্রয়াগের ম্যান ইটিং লেপার্ডের স্মৃতি এই ঘটনাকে যেনো আরো বেশি করে উস্কে দিচ্ছে।
সোমবার চিতাবাঘটি বলরামপুরের চতুর্থ শিশুকে হত্যা করেছে। লোকালয়ে ঢুকে হামলা চালিয়ে মুখে করে শিশুর দেহ নিয়ে গিয়েছে সে। শিশুর ক্ষতবিক্ষত দেহ মিলেছে জঙ্গলের ধারে। গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।তুলসিপুর ব্লকের আট বছরের একটি শিশু এর আগে এই লেপার্ডটির শিকার ছিল। বিকাশ নামের ওই শিশুটি বেলওয়া গ্রামে ক্ষেতের ধারে শৌচকর্ম করতে গিয়েছিল। তখনই লেপার্ডটি তাকে কামড়ে মুখে করে নিয়ে যায়। তিন বছরের নন্দিনী এবং ছয় বছরের অরুণকেও একইভাব হত্যা করে লেপার্ডটি। বলরামপুরে একের পর এক ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে।
সূত্রের খবরে জানা গিয়েছে, বন দফতরের পক্ষ থেকে নানা পরিকল্পনা করা হয়েছিল লেপার্ডটিকে পাকড়াও করতে। তবে কোনওটিই কাজে আসেনি এখনও পর্যন্ত।এই প্রসঙ্গে বলরামপুরের সাব ডিভিশনাল বন আধিকারিক মনোজ কুমার বলেন, ‘চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেনকে একটি চিঠি পাঠানো হয়েছে। লেপার্ডটিকে মানুষখেকো হিসেবে ঘোষণা করার আর্জি রাখা হয়েছে।”