Home National পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠকের আহ্বান মমতার

পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠকের আহ্বান মমতার

by Mahanagar Desk
0 views

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায় প্রস্তাবিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন ও তা সম্মন্ধে আলোচনার জন্য আগামী ২৯ শে আগস্ট একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একটি আলোচনা সভা করতে চান তিনি। এই দিবস পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সবার মতামত নিয়েই এগোতে চান।

প্রসঙ্গত, কর্মকর্তারা পিটিআই কে জানিয়েছেন, আগামী ২৯ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একটি একটি সর্বদলীয় বৈঠক করবেন। আর এটি রাজ্যের সচিবালয়ে অনুষ্ঠিত হবে। বাংলা তারিখ অনুযায়ী ১লা বৈশাখের দিন এই দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, কিন্তু এটি বাস্তবায়িত করার আগে সমস্ত রাজনৈতিক দলের নেতা ও কর্মকর্তাদের মতামত জানতে চান। এই সপ্তাহের শুরুতে রাজ্যের বিধানসভা দ্বারা গঠিত একটি কমিটি বাংলা ক্যালেন্ডারের ১ লা বৈশাখের দিনটিকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে বেছে নিয়েছেন।

আরও পড়ুন: সুখবর, এই সময়ের মধ্যে ডেঙ্গুর ভ্যাকসিন বাজারে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে IIL

এই কমিটির উপদেষ্টা ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বোস। আর প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি। এছাড়াও ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ আরও অন্যান্য কর্মকর্তারা। অপরদিকে রাজ্য বিজেপি আবার ‘২০ শে জুনকে ‘ ‘পশ্চিমবঙ্গ দিবস ‘ হিসাবে পালন করে। কারণ ১৯৪৭ সালের ২০ শে জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় বাংলা ভাগের সিদ্ধান্ত স্থির হয়েছিল।
উল্লেখ্য, গত ২০শে জুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেছিলেন। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাঁকে অনুরোধ জানায় এই আয়োজন থেকে বিরত থাকতে। কিন্তু, রাজ্যপাল নিজে অনড় থেকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন। আবার অপরদিকে মুখ্যমন্ত্রী রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্য থেকে ফিরে এসে নিজ রাজ্যে কাজ করার পরামর্শ দেন। এই কাজ করার বাবদ তিনি প্রত্যেক শ্রমিককে 5 লক্ষ টাকার ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে নিজ রাজ্যে নিজস্ব ব্যবসা করার আহ্বান জানিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved