Home National টিয়াপাখি করছে লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী, তারপর দুই জ্যোতিষীর সঙ্গে যা হল…

টিয়াপাখি করছে লোকসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী, তারপর দুই জ্যোতিষীর সঙ্গে যা হল…

by Shreya Maji
57 views

মহানগর ডেস্ক:  রাস্তার ধারে এমন অনেক জ্যোতিষী দেখতে পাবেন যারা ভাগ্য গনণা করেন। তাও আবার টিয়াপাখির মাধ্যমে।  এই ভাগ্য গণনার ঘটনা রাস্তাঘাটে বের হলেই  হামেসাই দেখা। সামনেই লোকসভা নির্বাচন তাঁর ফলাফল কি হবে সেটাই বলে দিচ্ছে টিয়াপাখি। অবাক হচ্ছেন শুনে। এটাই হয়েছে। তাঁর সঙ্গেই যা যা হল…

রাস্তার ধারে বসা  দুজন জ্যোতিষী যারা  ১৯ এপ্রিলের লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে সেটাই সকলকে জানাচ্ছিলেন। তাঁরা পাট্টালি মক্কাল কাচি (PMK)  প্রার্থীর জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন । এতেই ঘটেছে বিপত্তি। কোনও পাখিকে বন্দি করে রাখা দেশে দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যৎবাণীর জন্য টিয়াপাখিকে খাঁচায় বন্দী রাখার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়।    পরে টিয়াগুলিকে ছেড়ে দেওয়া হয়েছিল বলেই বন বিভাগের একজন কর্মকর্তা  বলেছেন। ইন্টারনেটে ব্যাপকভাবে ভাগ করা একটি ভিডিওর পরে জেলা বন পুলিশের এই পদক্ষেপটি  নিয়েছে।  পাট্টালি মাক্কাল কাচি (পিএমকে) কুদ্দালোর আসনের প্রার্থী থাঙ্গার বচনের নির্বাচনী বিজয়ের ভবিষ্যদ্বাণী করছে তাঁরা। ভিডিওটিতে দেখানো হয়েছে থাঙ্গার বচন সেলভারাজকে  তাঁর  জয়ের ভবিষ্যদ্বাণী করতে অনুরোধ করছেন।

Fortune teller arrested in Tamil Nadu

ফিল্ম ডিরেক্টর-রাজনীতিবিদ থাঙ্কর বচনের পরামর্শের সময়, কুড্ডালোর আসনের পিএমকে প্রার্থী, জ্যোতিষীরা  তাদের চারটি প্যারাকিটের মধ্যে একটি কার্ড বাছাই করতে বলে এবং ভবিষ্যদ্বাণীটি পড়েন । সেখানেই জানান থাঙ্গার বচন নির্বাচনে জয়ী হবেন। এই ঘটনায়, দুটি খাঁচায় রাখা চারটি টিয়াকে বাজেয়াপ্ত  করা হয়েছিল কারণ এটি বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করেছে এবং জ্যোতিষীদের পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে নির্বাচনী প্রচারের সময় বচন কুড্ডালোরের কাছে থেন্নামপাক্কামের আজাগু মুথু আয়নার মন্দির পরিদর্শন করেছিলেন এবং তার নির্বাচনী ভাগ্য সম্পর্কে জানতে জ্যোতিষীদের  পরামর্শ চেয়েছিলেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved