Home National জি-২০ সম্মেলনে আগত বিশেষ অতিথিদের খাবার পরিবেশন করা হবে সোনা-রুপোর কারুকার্যের বাসনে

জি-২০ সম্মেলনে আগত বিশেষ অতিথিদের খাবার পরিবেশন করা হবে সোনা-রুপোর কারুকার্যের বাসনে

by Shreya Maji
5 views

নয়াদিল্লি: আগামী ৯ সেপ্টেম্বর থেকে নয়াদিল্লিতে বসবে বিশ্বের তাবড় নেতাদের আসর। যেখানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের মত প্রথম সারির নেতারা।  নয়া দিল্লির প্রগতি ময়দানের ‘ভারত মণ্ডপম’-এ বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। সেই কারণে  নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে। গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের উপর। এই অতিথিদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা।  ভিভিআইপি অতিথিদের আপ্যায়ণে থাকছে বিশেষ ব্যবস্থা। জানুন কি সেগুলি।

আগেই জানানো হয়েছে যে ভিভিআইপি অতিথিদের জন্য থাকছে বিএমডব্লিউ,  মার্সিডিজের মত কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ি। এবার জানানো হয়েছে ভারতে জি-২০  সামিটে যারা যোগ দেবেন তাঁদের আপ্যায়ণে থাকছে সোনা ও রুপোর বাসনে খাবার ব্যবস্থা।

জি-২০ সামিটের অতিথিদের জন্য থালা-বাটি থেকে পানীয়ের পাত্রও আইরিশ জয়পুরের কারুকাজ সম্বলিত রুপোর উপর সোনার প্লেট বসানো। ছবি সৌজন্য: পিটিআই।

জানা গিয়েছে, অতিথিদের খেতে দেওয়া হবে রাজস্থানের জয়পুরের  কারখানায় প্রস্তুত আইরিশ জয়পুর কারুকার্যে তৈরি বিশেষ বাসনে ।   থালা-বাটি থেকে পানীয়ের পাত্রও আইরিশ জয়পুরের কারুকাজ দিয়ে তৈরি করা হয়েছে।

রাজস্থানের জয়পুরের রুপোর সামগ্রী তৈরির কারখানায় প্রস্তুত আইরিশ জয়পুর কারুকার্য সম্বলিত বিশেষ বাসনে অতিথিদের খেতে দেওয়া হবে। ছবি সৌজন্য: পিটিআই।

প্রসঙ্গত, জি-২০ সামিটের জন্য সেজে উঠেছে নয়া দিল্লির প্রগতি ময়দান। আজ বৃহস্পতিবার ভারতে আসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের। তিনি জি-২০  সামিটের আগে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved