Home Entertainment ‘জওয়ান’ ঝড়ে কাঁপছে দেশ, ফ্যানেদের উন্মাদনা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

‘জওয়ান’ ঝড়ে কাঁপছে দেশ, ফ্যানেদের উন্মাদনা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান

by Shreya Maji
2 views

মহানগর ডেস্ক: ‘জওয়ান'(Jawan) ঝড়ে কাঁপছে গোটা দেশ। মধ্য রাত থেকেই শাহরুখ খানের(Shah Rukh Khan) ছবি দেখার জন্য হলের বাইরে লাইন পড়েছে। সেই সঙ্গেই কিং খানের অনুগামীদের মধ্যে অন্য উন্মাদনা কাজ করছে। জোট বাড়ছে ততই হলের বাইরের ছবি  বদলাচ্ছে। ৮ থেকে ৮০ সকলেই মুখিয়ে বলিউডের বাদশার ছবি দেখার জন্য। পাঠান সেই ভাবে দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি তাই  ‘জওয়ান’  নিয়ে  স্বাভাবিক ভাবেই চিন্তায় ছিলেন শাহরুখ খান। এমনকি তিনি রাতও জেগেছেন। সকাল হতেই মানুষের পতিক্রিয়া সামনে আসার পর এব্র নিজেই তাঁর ছবি নিয়ে মুখ খুললেন কিং খান।

প্রথম দিনেই এই নজকাড়া সাফল্যের জন্য তাঁর ফ্যানদের ধন্যবাদ জানিয়ে কিং খান লিখেছেন,”সব ফ্য়ান ক্লাব এবং সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ যে সবাই খুশি খুশি জওয়ান দেখেছেন। থিয়েটারের বাইরে, ভিতরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমি সত্য়িই আপ্লুত। উচ্ছ্বাসে দম বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো একদিন বা কয়েকদিন বাদে নিশ্বাস ফেরত পাব। সবাইকে ভালবাসা, জওয়ানকে ভালবাসার জন্য।” এর আগে শাহরুখ  লিখেছিলেন, ”তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের জওয়ান ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।”  SRK অভিনীত ‘জওয়ান’-কে অনুরাগীরা ইতিমধ্যেই ব্লকব্লাস্টার বলে ঘোষণা করে দিয়েছে। অনেকেই বলছেন কিং খানের অভিনয়ের ইতিহাসে অন্যতম সেরা ছবি হতে চলেছে এই জওয়ান।

SRK thanks his fan clubs and the audience for watching 'Jawan'.

কলকাতা সহ দেশের বিভিন্ন জায়গাতে মধ্য রাত থেকেই জওয়ান(Jawan) চলছে দাপিয়ে। অনুগামীরা বলছেন শাহরুখ খান যে বলিউডের বাদশা তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন। প্রধান চরিত্রে শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতির অভিনয় মাতিয়ে দিয়েছে। এই ছবি নিয়ে প্রচুর প্রত্যাশাও তৈরি হয়েছে মানুষের মনে। সাম্প্রতিক সমস্ত সিনেমার রেকর্ডও ভেঙে দিতে পারে বলেও শোনা যাচ্ছে। এক কথায় রূপালি পর্দা কাঁপিয়ে দিয়েছেন কিং খান।

You may also like