Home National আর্থিক চাপ মারাত্মক! ১০ বছরের মেয়েকে খুন করে ফাঁসিতে ঝুললেন কেরলের দম্পতি

আর্থিক চাপ মারাত্মক! ১০ বছরের মেয়েকে খুন করে ফাঁসিতে ঝুললেন কেরলের দম্পতি

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্ক: কেরলের এক পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার হল কর্ণাটকের কোডাগু রিসোর্ট থেকে। পরিবারের তিন সদস্যদের মধ্যে স্বামী, স্ত্রী ও সন্তান ছিলেন। এই দম্পতির নাম যথাক্রমে বিনোদ (৪৩) এবং তার স্ত্রী জাবি (৩৫), তাঁদের ১০ বছরের মেয়ে রয়েছে। যাঁকে শ্বাসরোধ করে হত্যা করে শনিবার রিসর্টের ঘরের সিলিং-এ গলায় ফাঁস দিয়েছেন দম্পতি।

৩০ ঘটনাটি জানিয়েছেন কোডাগু এসপি কে রামরাজান।ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট অনুসারে, কেরালার কোল্লামের বাসিন্দা ছিলেন তাঁরা। তাঁদের সুইসাইড নোট দেখে প্রমাণিত যে, ভুক্তভোগীরা চরম আর্থিক সমস্যায় ছিলেন। আর সেটা সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। রবিবার প্রথমে তারা তাঁদের ১০ বছরের মেয়েকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলেন এবং পরে তাঁরা নিজেরা ফাঁসি দেন।

রিসর্টের কর্মীরা দরজা ভেঙে তাঁদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান, তারপর তাঁরা স্থানীয় পুলিশ থানায় ফোন করলে ঘটনাস্থলে উঠে আসেন পুলিশ। তারা বিনোদ ও জাবিকে তাদের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাদের মেয়েকে বিছানায় প্রাণহীন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। “সুইসাইড নোটে, দম্পতি আর্থিক চাপ এবং কেরালায় নথিভুক্ত করা একটি আর্থিক অপরাধের মামলার কথা উল্লেখ করেছিলেন। এখন মামলার তদন্ত চলছে।

 

You may also like