মহানগর ডেস্ক: গোটা বঙ্গবাসী কালীপুজো মিটে যাওয়ার পর থেকেই শীতের মুখ চেয়ে বসে আছেন। কিন্তু ডিসেম্বর মাস পড়লেও সেই ভাবে অনুভূত হয়নি পারদ পতন। তাপমাত্রা খানিক কমে মনোরম আবহাওয়া হলেও তাঁকে তো আর শীত বলা চলে না। তারমধ্যেই অকাল বৃষ্টির সাক্ষী থেকেছে বাঙালি। উত্তুরে হাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল অসময়ের বৃষ্টি। বর্ষণ শেষে হঠাৎ করেই পারদ পতন বার্তা দিয়েছে শীতের আগমনের। আর তাতেই রাজ্যবাসীর মুখে হাসি ফুটেছে। কিন্তু অল্পতে কি আর মন ভরে? বাঙালি আরও শীত পড়ার অপেক্ষায়। কনকনিয়ে কবে পরবে ঠাণ্ডা জেনে নিন কি জানাল আলিপুরের হাওয়া অফিস ।
হাওয়া অফিস কী জানাল শীত নিয়ে?
সোম ও মঙ্গলবার আরও শীত পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা। তা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে সোমবার। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তাপমাত্রাও কলকাতার পাশাপাশি পাল্লা দিয়ে কমবে। উত্তরবঙ্গেও রয়েছে তাপমাত্রা কমার সম্ভাবনা।
পাশাপাশি,আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রোদ ঝলমলে আকাশ থাকবে। সেই কারণে কোনও বাধা থাকবে না উত্তুরে হাওয়া ঢোকার পথে। ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার প্রবল সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার,আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদার মতো শুষ্ক আবহাওয়া থাকবে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
কলকাতা আকাশ পরিষ্কার থাকবে সোমবার। কোনও সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। দিনভর ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে কলকাতার তাপমাত্রা।কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। স্বাভাবিকভাবেই কলকাতাবাসীর মুখে হাসি ফুটেছে এই খবরে।