Home Kolkata আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনরত SSC  চাকরিপ্রার্থীরা 

আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনরত SSC  চাকরিপ্রার্থীরা 

by Shreya Maji
8 views

মহানগর ডেস্ক: SSC-র চাকরিপ্রার্থীরা সোমবার দুপুরে অর্থাৎ আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে যোগ দেবেন। তাঁদের ধর্না ১০০০ দিনে পা  রেখেছে একদিন আগেই। তবে আন্দোলনকারীদের দু’টি মঞ্চের মধ্যে বিরোধ দেখা দিয়েছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আমন্ত্রণ নিয়ে। আন্দোলনকারী ছাত্র-যুব অধিকার মঞ্চের তরফে অভিযোগ উঠেছে,” তাঁদের মধ্য বিভাজন তৈরি করছে শাসকদল এবং তাঁদের কোনও বৈঠকেই ডাকা হচ্ছে না।”

অপরদিকে শহিদুল্লাহ ‘বঙ্গীয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠা’ মঞ্চের তরফে জানান, তাঁরা আজ দুপুরের দিকে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রীর সঙ্গে।গত বছরের মে-তে এর আগে ঠিক হয়েছিল নাইন-টেনে মোট ১,৯৩২টি এবং একাদশ-দ্বাদশে মোট ২৪৭টি সুপার নিউমেরারি পোস্ট তৈরি করে বঞ্চিতদের চাকরি দেবে রাজ্য সরকার।তারপর অগস্টে ফের ঠিক হয় আরও ৩,৩৯৮টি সুপার নিউমেরারি পদ তৈরি করে প্যানেলে থাকা বঞ্চিতদের সবার চাকরি নিশ্চিত করা হবে।

তবে কলকাতা হাইকোর্টে তা নিয়ে মামলা হয়। পরে সেটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শহিদুল্লাহর কথা অনুযায়ী, ‘আমরা চাই সেই তৎপরতা দেখিয়ে সরকার মামলার নিষ্পত্তি করে আমাদের নিয়োগ নিশ্চিত করুক।’ এ দিক ছাত্র যুব অধিকার মঞ্চের সুদীপ মণ্ডলের বক্তব্য, ‘অথচ শাসকদল আমাদের সঙ্গে কোনও কথা বলছে না। বিভাজন তৈরি করতে চাইছে।’ যদিও শহিদুল্লাহর পাল্টা বক্তব্য, ‘বৈঠকের পর চাকরি হলে ওঁদের হবে, আমাদেরও হবে।’

You may also like