Home National ড্রাইভিং টেস্ট ছাড়াই পাবেন ড্রাইভিং লাইসেন্স? জানুন কিভাবে 

ড্রাইভিং টেস্ট ছাড়াই পাবেন ড্রাইভিং লাইসেন্স? জানুন কিভাবে 

by Mahanagar Desk
25 views

মহানগর ডেস্ক: বৈধ ড্রাইভিং লাইসেন্স(driving license) থাকা বাধ্যতামূলক রাস্তায় গাড়ি অথবা মোটরসাইকেল চালানোর জন্য। এতদিন RTO অফিসে গিয়ে পরীক্ষা দেওয়া দিতে হতো নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে। কিন্তু এখন আর তা বাধ্যতামূলক থাকছে না কেন্দ্রের নতুন নিয়মে।এবার খুব সহজেই আবেদন করা যাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য।

  এখন আর নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য RTO অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে না।এই সুবিধা হয়েছে ড্রাইভিং লাইসেন্সের আবেদনের নিয়মে পরিবর্তন আনার পরে।এই নিয়ম এনেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক।সেখানে জানানো হয়েছে ট্রেনিং শেষ হওয়ার পরেই নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন জানানো যাবে। ট্রেনিং পাওয়া যাবে ড্রাইভার ট্রেনিং সেন্টার থেকে। কেন্দ্র অথবা রাজ্যের পরিবহণ দফতর এই ধরনের ট্রেনিং সেন্টারগুলির উপরে নজর রাখবে। ড্রাইভিং লাইসেন্স পেতে এই ধরনের যে কোন একটি ট্রেনিং সেন্টারে নাম নথিভুক্ত করতে হবে।পরীক্ষা নেওয়া হবে সেন্টারের তরফ থেকে।ড্রাইভিং লাইসেন্স মিলবে পরীক্ষা পাশ করলে।

এই পরীক্ষা পাশ করলে ট্রেনিং সেন্টার একটি সার্টিফিকেট দেবে।ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যাবে এই সার্টিফিকেট দেখিয়ে।ফলে এই সহজ উপায়ে RTO অফিসে পরীক্ষা না দিয়েই পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স।ট্রেনিং সেন্টারগুলিতে থাকবে সিমুলেটর। এছাড়াও ড্রাইভিং পরীক্ষার জন্য প্রয়োজনীয় ট্র্যাক থাকতে হবে।এই পরীক্ষায় পাশ করলেই RTO অফিসে পরীক্ষা না দিয়েই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে।

লাইট মোটর ভেইকেল ছাড়াও মিডিয়াম ও হেভি মোটর ভেইকেলসের ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যাবে এই ট্রেনিং সেন্টারগুলি থেকেই। LMV- র ক্ষেত্রে মোট 29 ঘণ্টার ট্রেনিং নিতে হবে। 4 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এই কোর্স। এই সময় থিওরি ক্লাসের সঙ্গে চলবে ড্রাইভিংয়ের প্র্যাকটিকাল ক্লাস।নির্দিষ্ট কিছু পরিকাঠামো থাকতে হবে ট্রেনিং সেন্টারগুলির কাছেও।সেই পরিকাঠামো না থাকলে এই ট্রেনিং সেন্টার লাইসেন্সের পরীক্ষা নিতে পারবে না।ট্রেনিং সেন্টার সম্পর্কিত এই নিয়মাবলী গত বছর জুনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক প্রথম প্রকাশ্যে এনেছিল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved