মহানগর ডেস্ক: সরকারের বিরুদ্ধে স্লোগান থেকে শুরু করে গ্যাস ক্যানিস্টার নিয়ে রং ছড়ানো – সবকিছুর মাস্টারমাইন্ড হিসেবে লোকসভার ভিতরে ললিত ঝার নাম উঠে এসেছিল।সেই ললিত নিজেই বৃহস্পতিবার রাতে দিল্লির কর্তব্য পথ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এদিকে BJP-র কণ্ঠে এই ললিতের সঙ্গে ‘তৃণমূল যোগ’-এর দাবি শোনা গেল। গেরুয়া শিবির তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিতের একটি ছবি প্রকাশ্যে এনেছে।
জানা গিয়েছে বিহারের বাসিন্দা ললিত । তাঁকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল । ইউএপিএ বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারাতেও মামলা করা হয়েছে। এই ললিতের সঙ্গে যোগ মিলেছে কলকাতারও। নীলাক্ষ আইচ নামের এক যুবককে ঘটনার প্রথম ভিডিও পাঠায় এই ললিত। এটাও জানা গিয়েছে ১৮ মাস ধরে ঘটনার প্যান করেছিল।
BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায় এই ছবিটিকে সামনে রেখে সরব হয়েছিলেন। তিনি এই ছবিটিকে সামনে রেখে বলেন, ‘তৃণমূলের বিধায়ক তাপস রায়ের সঙ্গে দেখা গিয়েছে লোকসভার ঘটনায় মাস্টারমাইন্ড ললিতকে। এটা অত্যন্ত দুঃখের বিষয়।’ বিরোধীরা সুর চড়িয়েছিলেন লোকসভায় ‘রং বাজি’-র ঘটনায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে। BJP-কেও দেখা গেল পালটা সরব হতে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার একটি টুইট করেন এবং সেখানে তিনি লেখেন, ‘গণতন্ত্রের মন্দিরে হামলার ঘটনার মাস্টারমাইন্ড ললিত ঝার সঙ্গে তৃণমূলের তাপস রায়ের দীর্ঘদিন যোগাযোগ ছিল। এই প্রমাণই কি নেতার যোগসাজশের তদন্তের জন্য যথেষ্ট নয়?’