Home Bengal রাত পেরালেই ২১টি রাজ্যের ১০২টি আসনে ভোট, এক নজরে প্রথম দফার নির্বাচনী এলাকা

রাত পেরালেই ২১টি রাজ্যের ১০২টি আসনে ভোট, এক নজরে প্রথম দফার নির্বাচনী এলাকা

by Shreya Maji
25 views

মহানগর ডেস্ক:   আগামীকাল থেকে শুরু হবে বহু প্রতীক্ষিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামীকাল ২১টি রাজ্যের ১০২টি আসনে প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাত ধাপে নির্বাচন শেষেই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ  করা হবে। এই ভোটগ্রহণকে কেন্দ্র করেই দেশ জুড়ে চড়ছে উত্তাপ।

এক নজরে দেখে নিন প্রথম দফায় কোথায় কোথায় হবে ভোট।

অরুণাচল প্রদেশ: ২ টি লোকসভা কেন্দ্র
• অরুণাচল পশ্চিম
• অরুণাচল পূর্ব

 অসম:  টির মধ্যে ৫ লোকসভা কেন্দ্র
• কাজিরাঙ্গা
• সোনিতপুর
• লখিমপুর
• ডিব্রুগড়
• জোড়হাট

বিহার: ৪টি  লোকসভা কেন্দ্র
• ঔরঙ্গাবাদ
• গয়া (SC)
• 39 নওয়াদা
• জামুই

ছত্তিশগড়: ১১টির মধ্যে ১টি লোকসভা কেন্দ্র
• বস্তার

মধ্যপ্রদেশ:  ২৯টির মধ্যে ৬ লোকসভা কেন্দ্র
• সিধি
• 12 শাহদোল ST
• 13 জবলপুর
• 14 মন্ডলা ST
• 15 বালাঘাট
• ছিন্দওয়ারা

মহারাষ্ট্র:  ৪৮টির মধ্যে ৫  লোকসভা কেন্দ্র
• রামটেক
• নাগপু] আর
ভান্ডারা – গোন্ডিয়া
• গাদচিরোলি – চিমুর
• চন্দ্রপুর

মণিপুর: সবকটি লোকসভা কেন্দ্র
• অভ্যন্তরীণ মণিপুর
• বাইরের মণিপুর

মেঘালয়: ২টি লোকসভা কেন্দ্র
• শিলং
• তুরা

মিজোরাম: ১টি লোকসভা কেন্দ্র
• মিজোরাম

নাগাল্যান্ড: ১টি লোকসভা কেন্দ্র 
• নাগাল্যান্ড

রাজস্থান: ২৫টির মধ্যে ১২টি লোকসভা কেন্দ্র
• গঙ্গানগর
• বিকানের
• চুরু
• ঝুনঝুনু
• সিকার
• জয়পুর গ্রামীণ
• জয়পুর
• আলওয়ার
• ভরতপুর
• করৌলি-ধোলপুর
• দৌসা
• নাগৌর

সিকিম: ১টি লোকসভা কেন্দ্র
• সিকিম

তামিলনাড়ু: সমস্ত 39টি লোকসভা কেন্দ্র
• তিরুভাল্লুর এসসি
• চেন্নাই উত্তর
• চেন্নাই দক্ষিণ
• চেন্নাই সেন্ট্রাল
• শ্রীপেরুমবুদুর
• কাঞ্চিপুরম এসসি
• আরাককোনাম
• ভেলোর
• কৃষ্ণগিরি
• ধর্মপুরী
• তিরুভান্নামালাই
• অরণি
• ভিলুপুরম এসসি
• কল্লাকুরিচি
• সালেম
• নামক্কল
• ইরোড
তিরুপুর
• নীলগিরি এসসি
• কোয়েম্বাটুর
• পোলাচি
• ডিন্ডিগুল
• করুর
তিরুচিরাপল্লী
• পেরাম্বলুর
• চুদালোর
• চিদাম্বরম এসসি
• মায়িলদুথুরাই
• নাগাপট্টিনাম
• তাঞ্জাভুর
• শিবগঙ্গা
• মাদুরাই
• তখন আমি
• বিরুধুনগর
• রামানাথপুরম
• থুথুক্কুদি
• টেনকাসি এসসি
• তিরুনেলভেলি
• কন্যাকুমারী

ত্রিপুরা: ২টির মধ্যে ১টি লোকসভা কেন্দ্র
• ত্রিপুরা পশ্চিম

উত্তরপ্রদেশ:৮০টির মধ্যে ৮টি লোকসভা কেন্দ্র
• সাহারানপুর জেনারেল
• কাইরানা জেনারেল
• মুজাফফরনগর
• বিজনর জেনারেল
• নাগিনা
• মোরাদাবাদ জেনারেল
• রামপুর জেনারেল
• পিলিভীত

উত্তরাখণ্ড: ৫টি লোকসভা কেন্দ্র

• তেহরি গাড়ওয়াল
গাড়ওয়াল
• আলমোড়া এসসি
• নৈনিতাল-উধমসিংহ নগর
• হারদ্বার

পশ্চিমবঙ্গ: ৪২টির মধ্যে ৩টি  লোকসভা কেন্দ্র
• কোচবিহার এসসি
• আলিপুরদুয়ার ST
• জলপাইগুড়ি

আন্দামান ও নিকোবর: ১টি লোকসভা কেন্দ্র
• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

জম্মু ও কাশ্মীর: ৫ টির মধ্যে ১টি লোকসভা কেন্দ্র
• উধমপুর

লাক্ষাদ্বীপ: ১টি লোকসভা কেন্দ্র
• লাক্ষাদ্বীপ

পুদুচেরি: ১টি লোকসভা কেন্দ্র
• পুদুচেরি

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved