কলকাতা: ফের ঘনাচ্ছে দুর্যোগের ঘনঘটা! বঙ্গোপসাগরের ঘূর্ণবাত ইতিমধ্যেই পরিণত হয়েছে নিম্নচাপে। আর সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজতে চলেছে পূর্ব ভারতের উপূলবর্তী একাধিক জেলা। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাব বাংলার ওপরে খুব একটা না পড়লেও, মৌসুমী অক্ষরেখার প্রভাবে বঙ্গের পশ্চিমের কয়েকটি জেলা ও উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ থেকে দীঘা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখার পশ্চিম বিন্দু রয়েছে হিমালয়ের পাদদেশে। সেই কারণেই উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়াও যেহেতু অক্ষরেখা দিঘার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেই কারণেই পশ্চিমের কয়েকটি জেলা এবং বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:নবম ও একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য সুখবর, সরকারের তরফে মিলবে টাকা
IMD সূত্রে জানা গিয়েছে, উত্তরপূর্ব এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি গতাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সরে আসে। আর এদিন, শুক্রবার সাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে ওড়িশার একাধিক জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। যার জেরে ইতোমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে প্রশাসন।
এদিকে, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝিরি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে এক ওইরকম পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের সবকটি জেলাতে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।