Home National একই দিনে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর

একই দিনে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর

একই দিনে দু'বার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর

by Mahanagar Desk
87 views

মহানগর ডেস্ক: শুক্রবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মণিপুরের উখরুল থেকে ২০৮ কিলোমিটার দূরে মায়ানমারে ৪.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রাত ১০টার দিকে ১২০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছে।একই দিনে মায়ানমারে এটি দ্বিতীয় ভূমিকম্প। এর আগে দুপুর ১টা ৪৭ মিনিটে অসমের ডিব্রুগড় থেকে ২২৬ কিলোমিটার দূরে ৩.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।ভারতের সিসমিক জোন ম্যাপ অনুযায়ী মণিপুর একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ সিসমিক জোনে (জোন V) অবস্থিত। জোন ৫ হল সেই অঞ্চল যেখানে সবচেয়ে তীব্র ভূমিকম্প হয়, যেখানে সবচেয়ে কম তীব্র ভূমিকম্প হয় জোন 2 এ।

ভূতাত্ত্বিক গঠন এবং ভৌগোলিক অবস্থানের কারণে এই অঞ্চলে মাঝে মাঝে কম্পন হয়।সেপ্টেম্বরে উখরুল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

 

You may also like