Home National এই ব্যক্তিকেই নিজের উত্তরসূরি হিসাবে ঘোষণা করলেন মায়াবতী

এই ব্যক্তিকেই নিজের উত্তরসূরি হিসাবে ঘোষণা করলেন মায়াবতী

by Shreya Maji
16 views

মহানগর ডেস্ক: ছুটির দিনে বড়  ঘোষণা।   বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী তার ভাইপো আকাশ আনন্দকে তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন। ২০১৮ সালে লোকসভা ভোটের সময় মায়াবতীর  প্রচারের সময়  বিশেষ মুখ আকাশ আনন্দ বিশেষ ভূমিকা পালন করেছিলেন এর আগে এর আগে দলের জাতীয় সমন্বয়কারী ছিলেন।

একটি গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে  আকাশ আনন্দকে বহুজন সমাজ পার্টির উত্তরসূরি হিসাবে ঘোষণা  করেছেন। উত্তরপ্রদেশে যোগী সরকারের অন্যতম বিরোধী দল বিএসপি। ক্ষমতাতেও ছিল এই দল। ২৮ বছর বয়সী আকাশ  ২০২৯-এর লোকসভা নির্বাচনে সময় রাজনীতিতে প্রবেশ করেছিলেন। মায়াবতী এবং অন্যান্য শীর্ষ বিএসপি নেতাদের সাথে তাকে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে। এর আগে, আকাশ আনন্দকে একাধিক বিএসপি ইভেন্টে দেখা গিয়েছিল এবং  ২০১৭ সালের উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে তার পিসির  সঙ্গেও দেখা গিয়েছিল।

বিএসপি নেতা উদয়বীর সিং বলেছেন, সারা দেশে দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য আনন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। মায়াবতী  বলেছিলেন যে  আনন্দ   তাঁর উত্তরাধিকারী হবেন। স্বাভাবিক ভাবেই আগামী লোকসভা নির্বাচনে আকাশ আনন্দের দায়িত্ব বাড়বে। মায়বতীর উত্তরসূরি হিসাবে দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই দেখার বিষয়।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved