Home National ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের বিধায়ক, আশঙ্কাজনক অবস্থা চালকের

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত রাজ্যের বিধায়ক, আশঙ্কাজনক অবস্থা চালকের

by Shreya Maji
671 views

মহানগর ডেস্ক: ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রয়াত ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতা । তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। তিনি প্রথমবারের মত বিধায়ক ছিলেন। দুর্ঘটনার পরপরই লাস্য নন্দিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া  হলেও শেষ রক্ষা হয়নি। তিনি হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।  চালক গুরুতর আহত  হয়েছেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক লাস্য নন্দিতার গাড়ি হায়দ্রাবাদে দুর্ঘটনার কবলে পড়ে। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর।  মাত্র দশ দিন আগে, লাস্য নারকাটপল্লীতে আরেকটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল যেখানে সে সামান্য আহত হয়েছিল।  ১৩ ফেব্রুয়ারী, যখন তিনি মুখ্যমন্ত্রীর একটি সমাবেশে যোগ দিতে নালগোন্ডায় যাচ্ছিলেন, তখন একটি দুর্ঘটনা ঘটেছিল। তখন তাঁর হোম গার্ডের মৃত্যু হয়েছিল।  লাস্য নন্দিতা, রাজনৈতিক মহলে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এর আগে তিনি  ২০১৬ সাল থেকে কাভাদিগুড়া থেকে একজন কর্পোরেটর হিসাবে কাজ করেছিলেন।
লাস্য নন্দিতা ১৯৮৬ সালে হায়দরাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রায় এক দশক আগে রাজনীতিতে প্রবেশ  করেন এবং ২০২৩ সালে তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তিনি এর আগে কাভাদিগুদা ওয়ার্ডে কর্পোরেটর হিসেবে কাজ করেছিলেন। সিনিয়র বিআরএস নেতা কেটি রামা রাও নন্দিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  গত বছর তার বাবা জি সায়ান্নার মৃত্যুর পর, লাস্যার উপর তার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। নভেম্বর  ২০২৩ নির্বাচনে, তিনি দলের প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর জয়ী হন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved