Home National জম্মু-কাশ্মীরে নিষিদ্ধ মুসলিম লীগ, বড় ঘোষণা অমিত শাহর

জম্মু-কাশ্মীরে নিষিদ্ধ মুসলিম লীগ, বড় ঘোষণা অমিত শাহর

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

by Mahanagar Desk
67 views

মহানগর ডেস্ক: জম্মু-কাশ্মীর থেকে ৩৭৭ ধারা তুলে নেওয়ার পর ফের কেন্দ্রীয় সরকারের একটি বড় সিদ্ধান্ত সামনে এসেছে। জম্মু ও কাশ্মীরে মুসলিম লীগ নিষিদ্ধ, আজ এমনটাই ঘোষণা করলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।

শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। এদিকে জম্মু ও কাশ্মীরে মুসলিম লিগ নিষিদ্ধ খবরটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তবে মুসলিম লীগ নিষিদ্ধের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল, দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকা। জম্মু ও কাশ্মীর থেকে পরিচালিত একটি রাজনৈতিক দল মুসলিম লীগ দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে নিষিদ্ধ হয়েছে মুসলিম লিগ। এই পদক্ষেপটি কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ইউএপিএ আইনের অধীনে নিয়েছে। লিগের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন করার পাশাপাশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই এই গ্রুপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই বড় তথ্যটি শেয়ার করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তার পোস্টে লিখেছেন- ‘এই সংগঠন এবং এর সদস্যরা উপত্যকায় দেশবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে জড়িত। তারা সন্ত্রাসী কার্যকলাপকে সমর্থন করে। জম্মু ও কাশ্মীরে ইসলামিক শাসন প্রতিষ্ঠায় জনগণকে উস্কে দেয়।’ তিনি লিখেছেন- মোদি সরকারের স্পষ্ট নির্দেশ ও বার্তা রয়েছে যে দেশের একতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে কাজ করা কোনো ব্যক্তিকেই রেহাই দেওয়া হবে না। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved