Home National মমতার পর নীতীশ কুমার, কংগ্রেসের ডাকা INDIA-জোটের বৈঠকে থাকবেন না বিহাররে মুখ্যমন্ত্রী

মমতার পর নীতীশ কুমার, কংগ্রেসের ডাকা INDIA-জোটের বৈঠকে থাকবেন না বিহাররে মুখ্যমন্ত্রী

by Shreya Maji
11 views

মহানগর ডেস্ক: ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনেই INDIA জোটের আগামী বৈঠকের দিন ঘোষণা করে করে কংগ্রেস। যে ভাবে একের পর এক রাজ্য কংগ্রেসের হাত ছাড়া হচ্ছে সেখনে বিজেপির প্রধান বিরোধী দল হিসাবে সনিয়া বাহিনীর ভূমিকা নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে। তবে এর মধ্যে যে প্রশ্ন সবথেকে বেশী উঠছে তা হল কি হবে লোকসভা নির্বাচনের আগে কি হবে বিজেপির বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। আগামী ৬ ডিসেম্বরেরর বৈঠক এড়িয়ে যেতে পারেন বিহাররে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য বিরোধী জোটকে শক্তিশালী করার বদলে এই এড়িয়ে যাওয়া আরও দুর্বল করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ৬ ডিসেম্বর দিল্লিতে নির্ধারিত আসন্ন বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা কম বলেই সূত্রের খবর।  তবে নীতীশ কুমারের বদলে জেডি(ইউ) প্রধান লালন সিং এবং বিহারের জলসম্পদ মন্ত্রী সঞ্জয় কুমার ঝা  বৈঠকে যোগ দেবেন।  সূত্রের খবর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য একটি কৌশল তৈরি করতে ৬ ডিসেম্বর দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে বিরোধী জোটের নেতারা এক বৈঠকে বসতে চলেছেন।  বুধবার সন্ধ্যায় প্রত্যাশিত বৈঠকের সময় বিজেপি বিরোধী নেতারা নির্বাচনের আগ পর্যন্ত বিজেপিকে সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য তাদের পরিকল্পনার বিষয়ে চিন্তাভাবনা ও চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছে।

তবে শুধু নীতীশ কুমার নয় এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন তিনি দিল্লিতে খাড়গের ডাকা বৈঠকে যোগ দিতে পারবেন না। আগে থেকেই  উত্তরবঙ্গে  তাঁর কর্মসূচী কারণে তিনি বৈঠকে যোগ দিতে পারবেন না। তবে যাই হোক বিরোধী দলগুলির প্রধানদের এই বৈঠকে হাজির না থাকা নিয়ে চর্চা শুরু হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved