Home National BRICS সম্মেলনে চিনা প্রেসিডেন্ট জিনপিং-র সঙ্গে হ্যান্ডশেক মোদীর, হল কথাও

BRICS সম্মেলনে চিনা প্রেসিডেন্ট জিনপিং-র সঙ্গে হ্যান্ডশেক মোদীর, হল কথাও

by Shreya Maji
0 views

 মহানগর ডেস্ক: ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে যোগ দেওয়ারর পাশাপাশি সেখানে উপস্থিত রাষ্ট্রনেতাদের সঙ্গে কথাও বলেছেন। এই সফরে আন্তর্জাতিক মহলের যে দিকে নজর ছিল তা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিংপিং-এর মধ্যে বৈঠক। তবে বৈঠক না হলেও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে  মোদী এবং   জিনপিংকে হ্যান্ডশেক  করতে ও  একে অপরের  সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে দেখা গিয়েছে।

১৫  তম ব্রিকস শীর্ষ সম্মেলনের একটি যৌথ বিবৃতি জারি করার আগে, প্রধানমন্ত্রী মোদী এবং চিনা প্রেসিডেন্টকে  তাঁদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করার আগে হাঁটতে এবং  কথা বলতে দেখা যায়। তবে শুধু আজ নয় বুধবারেও এই দুই শীর্ষ রাষ্ট্রপ্রধানকে দেখা গিয়েছিল একই ফ্রেমে। এছাড়াও, ব্রিফিংয়ের পর দুই নেতাকে মঞ্চে হ্যান্ডশেক করতে০ দেখা  যায়। অল্প সময় কথা হলেও তাঁদের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানার জন্য উতসুক গোটা রাজনৈতিক মহল

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে, প্রধানমন্ত্রী মোদী এবং শি জিনপিং ইন্দোনেশিয়ার বালিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো আয়োজিত G20 নৈশভোজে সৌজন্য বিনিময় করেছিলেন। জানিয়ে রাখা ভাল, ২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখে চিনের পিপলস লিবারেশন আর্মি এবং ভারতীয় বাহিনীর মধ্যে  রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেই  প্রথম দুই নেতা একে অপরের সাথে দেখা করেছিলেন এবং অভিবাদন জানিয়েছিলেন। ভারত ও চিন গত তিন বছর ধরে একটি অচলাবস্থার মধ্যে রয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনার কারণে সব স্তরে সম্পর্কের অবনতি হয়েছে। চিনের আগ্রাসনের পরে  পূর্ব লাদাখের সীমানা সমস্যাগুলি মোকাবেলায় উভয় পক্ষ এখনও পর্যন্ত  ১৯ দফা  বৈঠক করলেও সম্পূর্ণ সমাধান সূত্র মেলেনি।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved