Home Kolkata র‍্যাগিং রুখতে এবার করা পদক্ষেপ রাজ্য সরকারের, চালু করা হল হেল্পলাইন নম্বর

র‍্যাগিং রুখতে এবার করা পদক্ষেপ রাজ্য সরকারের, চালু করা হল হেল্পলাইন নম্বর

by Mahanagar Desk
1 views

নিজস্ব সংবাদদাতা: র‍্যাগিং রুখতে রাজ্যের তরফ থেকে চালু করা হল নয়া হেল্পলাইন নম্বর। শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে সহায়তা পাবেন মানুষ। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে পুলিশের হাতে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রমৃত্যুর ঘটনার জেরে উত্তাল রাজ্য। এই অশান্তির আবহের মাঝে গত মঙ্গলবার হঠাৎ করে পূজো কমিটির বৈঠকের মধ্যে অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:   বাইকের শোরুমে ভয়াবহ আগুন! ভস্মীভূত ৪০০টিরও বেশি বাইক

জানা গিয়েছে, ২২ আগস্ট থেকে এই নম্বরটি চালু করে দেওয়া হয়। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। পুলিশের পক্ষ থেকে এই নম্বরটি প্রকাশ করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন নম্বরে ফোন করে রাজ্যের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। ২৪ ঘন্টা ফোন করা যাবে, এই হেল্পলাইন নাম্বারে। এই নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ ও প্রশাসন। পুলিশ অভিযোগ গ্রহণ করে তা জেলাস্তরের অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে পাঠিয়ে দেবে। এরপর কড়া ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগকারীর নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে নামও গোপন রাখা হবে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলের তিন তলা থেকে পড়ে প্রথম বর্ষের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকেই উঠে আসে র‍্যাগিং এর অভিযোগ। এই র‍্যাগিং কাণ্ড রাজ্যজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দেয়। তাই র‍্যাগিং রুখতে এবার কড়া পদক্ষেপ গ্রহন করা হল রাজ্য সরকারের তরফ থেকে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved