Home National ঘন জঙ্গলে গুলির লড়াই, মৃত পুলিশ কনস্টেবল-মাওবাদী

ঘন জঙ্গলে গুলির লড়াই, মৃত পুলিশ কনস্টেবল-মাওবাদী

by Shreya Maji
63 views

মহানগর ডেস্ক:  ছুটির দিনে সকলে ছুটির মেজাজে ঠিক তখনই ঘন জঙ্গলে চলছে গুলির লড়াই।  রবিবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় একটি এনকাউন্টারে পুলিশ কনস্টেবল এবং একজন মাওবাদী নিহত হয়েছে বলেই একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ছোটবেঠিয়া থানার অন্তর্গত হিদুর গ্রামের কাছে একটি জঙ্গলে  এনকাউন্টারের  ঘটনা ঘটে । নিরাপত্তা কর্মীদের একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে বেরিয়েই শুরু হয় গুলির লড়াই।  হিদুর জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট  তথ্যর ভিত্তিতে অভিযান শুরু করা হয়েছিল বলেই ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা জানিয়েছেন। জানানো হয়েছে মাও বিরোধী অভিযানে  বস্তার  কনস্টেবল রমেশ কুরেথি যিনি রাজ্য পুলিশের একটি ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন তার মৃত্যু হয়েছে।     ঘটনাস্থল থেকে একটি মাওবাদীর দেহ এবং একটি AK-47 রাইফেল উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য। সাম্প্রতিক কয়েক বছরে  ছত্তিশগড়ে নতুন করে মাওবাদীর আধিপত্য মাথা চাড়া দিয়েছে। গত বছরেই মাওবাদীদের পাতা ল্যন্ডমাইন বিস্ফোরণে বহু পুলিশের মৃত্যু হয়।  রবিবার ঘটনার আগে একমাস আগে  ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের সুকমা এবং বিজাপুর জেলার সীমান্তে মাওবাদীদের সাথে সংঘর্ষে রেজোলিউট অ্যাকশনের জন্য বিশেষ কমান্ডো ব্যাটালিয়নের দুজন সহ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের তিনজন কর্মী নিহত হয়েছিলেন।

You may also like