Home National এক ধর্ষিতাকে সাহায্য করলেন সুপ্রিম কোর্টের নতুন এসওপি

এক ধর্ষিতাকে সাহায্য করলেন সুপ্রিম কোর্টের নতুন এসওপি

by Mahanagar Desk
1 views

 

 

গর্ভপাতের অনুমতি চেয়ে একজন ধর্ষণ থেকে বেঁচে যাওয়ার জন্য একজন ব্যাক্তি সুপ্রিম কোর্টে আবেদন করে।সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ডি ওয়াই চন্দ্রচূদ ।তিনি নতুন মামলা এবং নির্দেশ সবার সামনে তুলে ধরলেন।

সুপ্রিম কোর্ট গতকাল ধর্ষিতাকে প্রায় ২৮ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধ করার জন্য পরামর্শ দেয়।মেডিকেল রিপোর্ট করিয়ে আনার পর সেই মহিলাটি এই পক্রিয়াটি চালু করতে পারবে বলে আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্ট এই গর্ভপাতের আবেদন খারিজ করে দেয়।

যখন বিরোধীরা বলেন যে গুজরাট আদালত এই নিয়ম খারিজ করছে না ,তখন বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বলেছিলেন যে ভারতের কোনো আদালত এই উচ্চ আদালতের উপর কোনো আদেশ জারি করতে পারেন না ।

সুপ্রিম কোর্টের আগে ধর্ষিতার আবেদনের সিদ্ধান্ত নিতে উচ্চ আদালতের বিলম্বকে চিহ্নিত করে বলেছিল যে তাদের মূল্যবান অনেক সময় নষ্ট হচ্ছে আর নয়। এটিকে কোনো স্বাভাবিক মামলা বলে বিচার করে এটিকে স্থগিত রাখা উচিত নয়।এই মন্তব্যের জন্য সুপ্রিম কোর্ট দুঃখ প্রকাশ করছে বলে বেঞ্চ জানিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved