Home Bengal উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ হতে চলেছে, নিয়োগ হবে ১৪ হাজারেরও বেশি

উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ হতে চলেছে, নিয়োগ হবে ১৪ হাজারেরও বেশি

by Admin
1 views

 

 

২০১৪ সালে প্রকাশিত হয়েছিল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া। এবার এই প্রাথমিকের মেধাতালিকা আগামীকাল হাইকোর্টের নির্দেশে প্রকাশিত হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে এই প্যানেলের সাথে আরও কিছু বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।

সূত্র থেকে জানা গেছে মেধা তালিকায় প্রার্থীর নাম, রোল নাম্বার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর তার সাথে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরও উল্লেখ থাকবে। গত ৮ বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছিল যার মেধাতালিকা এবার প্রকাশিত হতে চলেছে। এর আগে বহুবার নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করার জন্য আন্দোলনে নেমেছিল চাকরিপ্রার্থীরা। এমনকি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে রাস্তায় মিছিলেও সামিল হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বর্তমানে কোন কোন স্কুলে উচ্চ প্রাথমিকের শিক্ষক প্রয়োজন আছে তা অনুসন্ধান শুরু হয়েছে।
স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল এই নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশিত হলেও কবে থেকে তাদেরকে নিয়োগ করা হবে তা এখনও হাইকোর্টের নির্দেশের ওপর নির্ভর করছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত প্রথম মেধা তালিকা প্রকাশ হওয়ার পর তার মধ্যে অস্বচ্ছতার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরী প্রার্থীরা, পরবর্তীতে সেটি বাতিল করে ২০২১ সালে নতুন মেধা তালিকা প্রকাশ করার প্রস্তুতি নিতে শুরু করে কমিশন। সবকিছু কাটিয়ে আগামীকাল প্রকাশিত হতে চলছে ২০১৪ উচ্চ প্রাথমিকের মেধা তালিকা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved