Home National ভারতের আগেই কি চন্দ্রপৃষ্ঠে পদার্পন রাশিয়ার, রইল বিরাট আপডেট

ভারতের আগেই কি চন্দ্রপৃষ্ঠে পদার্পন রাশিয়ার, রইল বিরাট আপডেট

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে ভারত বনাম রাশিয়ার দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে সারা বিশ্ব। দুই দেশের দুই মহাকাশযান খুব শীঘ্রই এবার চাঁদের বুকে পা রাখতে চলেছে। বৃহস্পতিবার চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার ‘বিক্রম’ আলাদা হয়ে গিয়েছে। তাই অবতরণ প্রক্রিয়া শুরু হতে আর বেশি দেরি নেই। রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা বিক্রমের। পরিকল্পনা মাফিক চলছে চন্দ্রযান-৩-এর অভিযান। কিন্তু রাশিয়ার আগে কি চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে পারবে ভারত?

চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ হয়েছে গত ১৪ জুলাই। লুনা-২৫কে রাশিয়া চাঁদে পাঠিয়েছে গত ১১ অগস্ট। তবে দেরিতে শুরু হলেও রুশ অভিযানও ইসরোর প্রায় একই সময়ে সম্পন্ন হওয়ার কথা। বরং ইসরোর নির্ধারিত অবতরণের দিনের আগেই লুনা-২৫ চাঁদের মাটি ছুঁয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাঁদে যাওয়ার জন্য লুনা সোজা পথ অবলম্বন করলেও চন্দ্রযান-৩ কিছুটা ঘুর পথ নিয়েছে। সেক্ষেত্রে ইসরোর সময় লাগছে ৪১ দিন। আর রাশিয়ার পাঠানো মহাকাশ যান মাত্র ১২ দিনের মধ্যেই পৌঁছাবে চন্দ্রপৃষ্ঠে।

আরও পড়ুন: পাকিস্তানে একাধিক গির্জায় জ্বলছে আগুন! হামলার “টার্গেট” খ্রিস্টানরা

একদিকে ইসরো যেমন, পৃথিবী এবং চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঘুরপথে চন্দ্রযান-৩কে নিয়ে গেছে। অন্যদিকে, অধিক খরচে ভরসা রেখেছে রাশিয়া। ২১ থেকে ২৩-এর অগস্টের মধ্যে লুনা নামবে চাঁদে। অন্য দিকে, ইসরো আগেই জানিয়েছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার চাঁদে নামবে আগামী বুধবার, ২৩ অগস্ট। তবে লুনা-২৫ এখনও ভারতের পিছনেই রয়েছে। কিন্তু লুনা-২৫ যে গতিতে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে তাতে, তাতে আগামী দিনে ভারতের ‘বিক্রম’ চাঁদে নামার পূর্ব রাশিয়ার ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলবে কি না, সেটা এখন দেখার বিষয়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved