Home Kolkata রাজ্য জয়েন্টের ফি-তে তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ ছাড়! জেনে নিন বিস্তারিত

রাজ্য জয়েন্টের ফি-তে তৃতীয় লিঙ্গের জন্য বিশেষ ছাড়! জেনে নিন বিস্তারিত

২০২৪ এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে ২৮ ডিসেম্বর থেকে।

by Mahanagar Desk
43 views

মহানগর ডেস্ক: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে নয়া উদ্যোগ। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উদ্যোগী হল ইঞ্জিনিয়ারিং পাঠে ছাত্রীদের উৎসাহিত করতে। আবেদন ফি-তে বিশেষ ছাড় চালু করল তাঁদের জন্য।  ছাত্রীদের জন্য এই ছাড়ের ব্যবস্থা চালু হয়ে যাবে ২০২৪ সালের রাজ্য জয়েন্ট থেকেই। একইসঙ্গে তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদেরও আবেদন ফি-তে বিশেষ ছাড়ের আওতায় আনা হয়েছে।

 রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তের কথা মঙ্গলবার এক্স হ‌্যান্ডেলে জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত‌্য বসু জানান, মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের আদর্শকে সামনে রেখেই কন‌্যাসন্তানদের পড়াশুনোয় উৎসাহ দেওয়ার এই পদক্ষেপ করা হয়েছে। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৪ এর অনলাইন রেজিস্ট্রেশন চালু হবে ২৮ ডিসেম্বর থেকে। এ বছর অসংরক্ষিত, সংরক্ষিত শ্রেণির মহিলা পরীক্ষার্থী এবং ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফিস কমিয়ে দেওয়া হচ্ছে।”

পাশাপাশি,এই প্রসঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, “আমরা ছাত্রছাত্রীদের মধ্যে বিচার করছি না। তবে, জয়েন্টে ছাত্রীদের তুলনায় ছাত্রদের অংশগ্রহণের সংখ্যা অনেক বেশি। আমাদের মনে হয়েছে ছাত্রীদেরও উদ্বুদ্ধ করা উচিত, যাতে তাঁরা ইঞ্জিনিয়ারিং পড়তে আরও এগিয়ে আসে।” বক্তব্যে তাঁর আরও সংযোজন, “যারা তৃতীয় লিঙ্গে, তাঁদেরও আমরা উদ্বুদ্ধ করতে চাইছি। এখন স্নাতক, স্নাতকোত্তর স্তরে তাঁদের অনেক বেশি দেখতে পাচ্ছি। সেখানে ইঞ্জিনিয়ারিংয়ে তাঁরা কেন পিছিয়ে থাকবে। তাঁদেরও উৎসাহিত করার জন্য এটা করেছি।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved