Home Kolkata মেট্রোর অরেঞ্জ লাইনে শুরু হচ্ছে ট্রায়াল রান, কবে থেকে মিলবে পরিষেবা?

মেট্রোর অরেঞ্জ লাইনে শুরু হচ্ছে ট্রায়াল রান, কবে থেকে মিলবে পরিষেবা?

অরেঞ্জ লাইনের অংশটি ৪.৩৯ কিলোমিটার বিস্তৃত।

by Pallabi Sanyal
34 views

মহানগর ডেস্ক : দ্বিতীয় দফার নির্বাচনের আগেই সামনে এল মেট্রোর অরেঞ্জ লাইন সংক্রান্ত বড় আপডেট। রুবি থেকে বেলেঘাটা লাইনে ট্রায়াল রান শুরু হচ্ছে বলে খবর মেট্রো সূত্রে। জানা যাচ্ছে, আগামী ২৭ এপ্রিল শনিবার থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন ও বেলেঘাটা স্টেশনের মধ্যে ট্রায়াল রান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।বর্তমানে, কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের মধ্যে এই করিডোরের ৫.৪ কিলোমিটার অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে। এই অংশের মধ্যে রয়েছে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায়, এই পাঁচটি স্টেশন। এই নতুন লাইন চালু হওয়ার ফলে যাত্রীর ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের মধ্যে যাতায়াত করতে পরছেন। এবার এই লাইনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আর সেই কারণে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা স্টেশনের মধ্যে শুরু হতে চলেছে ট্রায়াল রান।

প্রসঙ্গত, সড়কপথের যানজট এড়াতে মেট্রোর ওপরই ভরসা করেন অধিকাংশ মানুষ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) পর্যন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পরিষেবা। যার ফলে ই এম বাইপাসের ওই অঞ্চলে যাতায়াত আরও সুবিধাজনক হয়েছে। এবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা শুরু হলে আরো বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন। জানা যাচ্ছে,হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের অংশটি ৪.৩৯ কিলোমিটার বিস্তৃত। এই অংশে থাকছে চারটি স্টেশন। সেগুলি হল ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুন সেনগুপ্ত এবং বেলেঘাটা। আগামী শনিবার, একটি খালি রেক এই ট্রায়াল রানের জন্য ব্যবহার করা হবে। আপ এবং ডাউন উভয় লাইনেই চালান হবে ট্রালা রান।

ট্রায়াল রান শুরু হচ্ছে অরেঞ্জ লাইনে। কিন্তু কবে থেকে মিলবে পরিষেবা, প্রশ্ন এখন একটাই।এই প্রসঙ্গে, মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, ‘ট্রায়াল রান হোক, তারপরে দেখা যাবে। ভুলত্রুটিগুলো দেখতে দিন, কোনও ডেট আমরা বলছি না।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved