Home Offbeat কী কাণ্ড! লখনউ সিটি বাসে বাঁদরের উৎপাতে বেহাল দশা যাত্রীকূলের

কী কাণ্ড! লখনউ সিটি বাসে বাঁদরের উৎপাতে বেহাল দশা যাত্রীকূলের

by Mahanagar Desk
11 views

মহানগর ডেস্ক: বানরের নানান কীর্তি নানা সময়ে সোশ্যাল মিডিয়াকে এক্কেবারে জব্দ করে নেয়। যা দেখে সেই ভিডিওর ভিউজের সংখ্যা যেমন বাড়ে তেমনি ওঠে আতঙ্কের ঝড়। আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আমরা অনেককিছুই দেখতে পাই। পাশাপাশি দেখতে পাই অনেক বিরলতম দৃশ্যও।

এক মুঠোফোন আর ইন্টারনেট পুরো বিশ্বে ঘুরিয়ে আনছে আমাদেরকে। আর সেখানেই আমাদের চোখের সামনে উঠে আসছে নানারকম হকচকিযে যাওয়ার মতন এক একটি দৃশ্য। তার মধ্যে পশু, পাখিদের নিয়ে ভিডিও দিনের পর দিন কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের পাশাপাশি এখন সোশ্যাল মাধ্যমে সমানভাবে ভাইরাল (Viral Video) হয় পশু, পাখি সরীসৃপ প্রাণীদের বিভিন্ন দৃশ্য। টেলিভিশনের থেকেও বেশি জনপ্রিয় এবং বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া (Social Media)। এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওগুলি এখন মানুষের কাছে বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

নিজেদের ব্যস্ত সময়ের মাঝেই আমাদের একঘেয়ে জীবনের প্রতি তখন যেনো চলে আসে বিতৃষ্ণা, তাই সেখান থেকে বেরোনোর জন্য জীবনকে তখন দিতে ইচ্ছে করে কিছুটা ভিন্ন স্বাদের আশ্বাস। তবে এবার যেন সবকিছুর উর্ধে উঠে গেল একটি দুষ্টু বানর। লখনউতে সিটি বাসে ঝাঁপ দিয়ে সবাইকে চমকে দিল একটি বানর। কৌতুকপূর্ণ প্রাণীটি, রীতিমতো বাসে উঠে যাত্রীদের সঙ্গে অপ্রীতিকর কাণ্ড ঘটাতে শুরু করে।

তাঁদের ছেড়ে যেতে একেবারেই অস্বীকার করেছিল। শেষমেশ পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যেখানে যাত্রীদের তাদের আসন খালি করা এবং বাস থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় ছিল না, বানরটিকে তার নতুন সিংহাসনে রেখে দেওয়া হয়। এরপর বানরটি নড়তে অস্বীকার করে এক বৃদ্ধের মাথায় চেপে বসে। কর্তৃপক্ষ লাঙ্গুর কাটআউট ব্যবহার করার মতো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বানরের সমস্যাটি রয়ে গেছে, শহরাঞ্চলে বন্যপ্রাণীর চ্যালেঞ্জ দেখায়।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved