Home Politics বিরোধী জোটের থেকে প্রধানমন্ত্রী হবেন কি, উত্তরে যা বললেন নীতীশ কুমার

বিরোধী জোটের থেকে প্রধানমন্ত্রী হবেন কি, উত্তরে যা বললেন নীতীশ কুমার

by Shreya Maji
8 views

নয়াদিল্লি: যদিও চলতি বছরের শেষে বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন তবে সকলের নজরেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে মরিয়া বিরোধী দলগুলি। ইতিমধ্যে ইন্ডিয়া নামে জোট গঠনও হয়ে গিয়েছে। তবে এই সবের মধ্যেই বিরোধী পক্ষের থেকে কে হবেন প্রধানমন্ত্রীর মুখ তাই নিয়ে চর্চা অব্যহত রয়েছে। সেই মুখের মধ্যেই প্রথম সারিতে রয়েছে বিহাররে মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রী এবং জনতা দলের নেতা নীতীশ কুমারের নাম। তাঁর প্রধানমন্ত্রীর পদে বসা নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি। এই সমস্ত কিছুর মধ্যেই প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আজ একটি বড় বিবৃতি দিয়েছেন নীতীশ কুমার।

মুম্বইতে  ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের আগে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার  আরও একবার জানিয়েছেন নীতীশ কুমারে  ঘোষণা করেছেন যে তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের দিকে নজর দিচ্ছেন না।  তাঁর কথায়, “দেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই।  “আমি কিছু হতে চাই না। আমি আপনাকে বারবার এই কথা বলছি। আমার এমন কোন ইচ্ছা নেই। আমি শুধু সবাইকে একত্রিত করতে চাই।”

এর আগে রবিবার বিহাররে মুখ্যমন্ত্রী  জানিয়েছেন, মুম্বইতে আসন্ন বৈঠকে আরও কয়েকটি রাজনৈতিক দল বিরোধী ইন্ডিয়া জোটে যোগ দিতে পারে।  জেডি(ইউ) নেতা, যিনি বিজেপির বিরোধী বিভিন্ন দলকে একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তবে সম্ভাব্য প্রবেশকারী দলের নাম প্রকাশ করেননি তিনি।  জোট ও বিজেপির বিরোধীতা নিয়ে তিনি বলেছেন, কুমার বলেন, “আমরা মুম্বইতে আসন্ন বৈঠকে আগামী বছরের লোকসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোটের কৌশল নিয়ে আলোচনা করব। আসন ভাগাভাগির মতো বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং আরও কয়েকটি এজেন্ডা চূড়ান্ত করা হবে। আরও কয়েকটি রাজনৈতিক দল আমাদের জোটে যোগ দেবে। আমি 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সর্বাধিক সংখ্যক দলকে একত্রিত করতে চাই। আমি সেই দিকে কাজ করছি… আমার নিজের জন্য কোন ইচ্ছা নেই।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved