Home National চাঁদ হোক হিন্দু রাষ্ট্র, রাজধানী শিবশক্তি পয়েন্ট! দাবি ভারতীয় ধর্মগুরুর

চাঁদ হোক হিন্দু রাষ্ট্র, রাজধানী শিবশক্তি পয়েন্ট! দাবি ভারতীয় ধর্মগুরুর

by Mahanagar Desk
0 views

নিজস্ব সংবাদদাতা: চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র করা হোক। আর রাজধানী হোক শিবশক্তি পয়েন্ট। চাঁদে অন্য কোন ধর্মের লোকজন ঘাঁটি গেড়ে বসে জেহাদ করার আগেই এই কাজ সেড়ে ফেলতে হবে। রবিবার ঠিক এই ধরনের বক্তব্য রেখেছেন বিজেপি-ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার নেতা ও স্বঘোষিত ধর্মগুরু চক্রপাণি। মোদির রাখা ‘শিবশক্তি’ নামেরও প্রশংসা করেছেন তিনি। আর এই স্থানকেই চাঁদের হিন্দু রাষ্ট্রের রাজধানী হিসাবে গড়ে তোলার দাবি জানান তিনি।

চন্দ্রযান ৩ সফলভাবে অবতরণ করার পর গোটা ভারতবর্ষ সহ বিশ্বের নানান জায়গা থেকে না মানুষ অভিনন্দন জানিয়েছেন। কেও কেও বক্তব্য করেছেন, চন্দ্র দেবতার আশীর্বাদেই এই অভিযান সফল হয়েছে। আবার কেও কেও চন্দ্রযান ৩ এর যাত্রীদের অভিনন্দন জানানোর মত উদ্ভট মন্তব্যও করেছেন। আর এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানালেন হিন্দু মহাসভার নেতা ও ধর্মগুরু স্বামী চক্রপানি মহারাজ। তাঁর দাবি চাঁদের যে দক্ষিণপ্রান্তে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে, সেই জায়গাটিকে রাজধানী হিসাবে ঘোষণা করা হোক।

আরও পড়ুন: Mystery Lake In Nigeria: এই হ্রদে ডুব দিলে পঙ্গুরা ফিরে পান চলার ক্ষমতা, সেরে যায় রোগ ব্যাধি, নাইজেরিয়ার এই অলৌকিক জলাশয়ে ছুটে আসেন কাতারে কাতারে মানুষ

প্রসঙ্গত তিনি আরও বলেন, ‘ শিবশক্তি পয়েন্ট কে আমি শিবশক্তি ধাম হিসাবেই দেখছি। হিন্দু মহাসভা এবং সন্ত মহাসভার তরফ থেকে সরকারের কাছে এ বিষয়ে আমরা একটি চিঠিও লিখেছি।সেখানে চাঁদকে খুব তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক আমরা এমনটাই দাবি জানিয়েছি। শিবশক্তি পয়েন্টকেই সেই স্থানের রাজধানী হিসাবে গড়ে তোলা হোক। চাঁদে যাতায়াত শুরু হলে আমি সেই স্থানে ভগবান শিব, মা পার্বতী এবং ভগবান গণেশের একটি মন্দির তৈরি করব।’

চক্রপানি মহারাজ আরও বলেন, চাঁদের অন্য কোন ধর্মের মানুষ গিয়ে সেই জায়গায় উগ্রবাদী জেহাদি ছড়ানোর আগেই ভারতের উচিত চাঁদকে সনাতন রাষ্ট্র হিসাবে গড়ে তোলা। একবার সেখানে হিন্দু মতাদর্শ প্রতিষ্ঠা হলে আর কোন ভয় থাকবে না।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved