Home National Dalit Teen Killed: যৌন হেনস্থার অভিযোগ দলিত কিশোরীর, পাল্টা ভাইকে পিটিয়ে খুন শখানেক মানুষের

Dalit Teen Killed: যৌন হেনস্থার অভিযোগ দলিত কিশোরীর, পাল্টা ভাইকে পিটিয়ে খুন শখানেক মানুষের

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: মধ্যপ্রদেশে এক দলিত কিশোরী যৌন হেনস্থার অভিযোগ করায় তার ভাইকে পিটিয়ে খুন করল শ খানেক মানুষ (Dalit Teen Killed)। ২০১৯ সালে সাগর জেলায় যৌন হেনস্থার অভিযোগ করেছিল কিশোরীটি। তার জেরে নৃশংস খুনের ঘটনাটি ঘটে। কিশোরকে পিটিয়ে খুন করার পাশাপাশি অভিযোগকারিণী বোনকে মারধর করা হয়।  হামলাকারীদের হাত থেকে ভাইকে বাঁচাতে এলে তাঁর শাড়ি ছিড়ে তাঁকে নগ্ন করা হয়।

এই ঘটনায় ন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে পুলিশ। এবং তিনজনের বিরুদ্ধে তপশিলি জাতি আইনে অভিযোগ জানিয়ে মামলা করা হয়েছে। মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত কিশোরের বোন জানিয়েছে বেশ কিছু ব্যক্তি তাকে মামলা তুলে নেওয়া চাপ দিয়ে যাচ্ছিল এবং তারপরই হামলা চালানো হয়। হামলা চালানোর সময় দলিত কিশোরকে ব্যাপক হেনস্থা করে হামলাকারীরা। কিশোরীর জামাকাপড়ও ছিঁড়ে ফেলা হয়।

এরপর পুলিশ ঘটনাস্থলে আসে। তাকে একটি তোয়ালে দেওয়া হয় শরীর ঢাকার জন্য। যতক্ষণ না শাড়ি তাকে দেওয়া হয়,ততক্ষণ তোয়ালে দিয়ে শরীর কোনওরকমে ঢেকে রাখে ওই কিশোরী। হামলা চালানোর সময় ওই কিশোর ও কিশোরীর বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। সমস্ত জিনিস তছনছ করে হামলাকারীরা। পাকা ছাদও ভেঙে ফেলা হয়। এরপর হামলাকারীরা তার আরও দুই ভাইয়ের খোঁজে পাশের বাড়িতে যায়। নিহত কিশোরীর এক আত্মীয় জানান হামলাকারীরা তাঁদের ঘরে জোর করে ঢুকে পড়ে।

তাঁর স্বামী  ও ছেলেমেয়েদের হুমকি দেয়। জানায় তাঁর স্বামী ও ছেলেমেয়েদের খুন করবে। এমনকী ফ্রিজও পরীক্ষা করে দেখে হামলাকারীরা। ঘটনার পর গ্রামে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলাশাসক নিহতের পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাস দেওয়ার পর কিশোরের অন্ত্যেষ্টি করা হয়। প্রশাসন অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেয়। ২০১৯ সালে নিহতের বোন তাকে হুমকি ও মারধরের অভিযোগ করে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তাদের গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মামলা চলছে। এই ঘটনায় রাজনীতির রংও লেগেছে ভোটমুখি মধ্যপ্রদেশে।

বিরোধী দল কংগ্রেস ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি শাসক বিজেপির বিরুদ্ধে আসরে নেমেছে। বিজেপি জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে অপরাধের ব্যাপারে বেছে বেছে নিশানা করার পাল্টা অভিযোগ এনেছে তারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ মধ্যপ্রদেশে দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার অব্যাহত। তাঁর কথায় বিজেপি মধ্যপ্রদেশকে বিজেপি দলিত অত্যাচারের গবেষণাগারে পরিণত করেছে।       

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved