Home Politics বাংলায় বয়ান অনুব্রতর, ইংরেজিতে চার্জশিট, বিচার প্রক্রিয়ার গতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

বাংলায় বয়ান অনুব্রতর, ইংরেজিতে চার্জশিট, বিচার প্রক্রিয়ার গতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

by Mahanagar Desk
0 views

নিজস্ব সংবাদদাতা: দিল্লির তিহার জেলে বন্দি কেষ্ট। গোরু পাচার মামলা নিয়ে ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে ইডি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর বিরুদ্ধে। কিন্তু তাঁর আইনজীবীদের একাংশ মনে করছেন কেষ্টর বিরুদ্ধে চার্জ গঠনের ক্ষেত্রে আইনি জটিলতা হতে পারে। পিছনে রয়েছে যথেষ্ট কারণ। অনুব্রত মণ্ডল  বয়ান দিয়েছেন বাংলাতে আর ইডি চার্জশিট জমা দিয়েছে ইংরেজিতে। এতেই বিচারে হতে পারে সমস্যা।

অনুব্রতর আইনজীবীদের বক্তব্য, “দিল্লির রাউজ় অ্যাভিনিউ আদালতে তাঁর বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে ইডি, সেখানে বেশকিছু জায়গায় অনুব্রতর বয়ান লিপিবদ্ধ করা হয়েছে বাংলায়৷”  এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আইনজীবীদের মধ্যেও। আইনজীবীদের প্রশ্ন,”আদালতের প্রচলিত ভাষা না হওয়া সত্ত্বেও কেন ইডি অনুব্রতর বয়ান চার্জশিটের রেকর্ড হিসেবে বাংলায় গ্রহণ করেছে? পাশাপাশি রবিবার অনুব্রতর আইনজীবী সম্পৃক্তা ঘোষালতারা জানিয়েছেন,”এই মর্মে তাঁরা শীঘ্রই রাউজ় অ্যাভিনিউ আদালতে নতুন করে আবেদন করবেন, যেখানে কেষ্টর বয়ানের ইংরেজি তর্জমা চাওয়া হবে।”

শুধু এখানেই শেষ নয়, ইডি হেফাজতে থাকাকালীন অনুব্রত যে বয়ান দিয়েছিলেন, সেই বয়ানের সঙ্গে রাউজ় অ্যাভিনিউ আদালতে জমা দেওয়া ইডির চার্জশিটে কেষ্টর বয়ানের  মিল আছে কি না, সেটাও খতিয়ে দেখতে চাইছেন তাঁরা। এমনটাই জানা গিয়েছে কেষ্টর আইনজীবীদের কাছ থেকে। প্রসঙ্গত,২৯ অগস্টে অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি নির্ধারিত আছে দিল্লি হাইকোর্টে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved