Home Kolkata ইমাম, মুয়াজ্জিন সমাবেশে কি যাচ্ছেন মুখ্যমন্ত্রী! রইলো বড় আপডেট

ইমাম, মুয়াজ্জিন সমাবেশে কি যাচ্ছেন মুখ্যমন্ত্রী! রইলো বড় আপডেট

by Admin
2 views

 

 

লোকসভা নির্বাচনের পূর্বে ইমাম মুয়াজ্জিন সমাবেশ ঘিরে শুরু হয়েছে আলোচনা।রাজ্যের ছোট বড় ইমাম সংগঠনগুলিকে একত্রিত করে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আনুষ্ঠানিক ভাবে এই সমাবেশের আয়োজক। যদিও এই অনুষ্ঠানকে সফল করতে ফিরহাদ হাকিম, জাভেদ খান, খলিলুর রহমান, সিদ্দিকুলা চৌধুরীরা কার্যত কোমর বেঁধে নেমেছেন ময়দানে।

একুশে অগাষ্ট সোমবার, ওই সমাবেশে আমন্ত্রিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের পৃষ্ঠপোষকতায় এই ইমাম, মুয়াজ্জিনদের এই সমাবেশ হচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা ঘোষণা করে বিরোধীদের বিতর্কের মুখে পড়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের পূর্বে সেই ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে সমাবেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন প্রেস ক্লাবে আয়োজকদের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। মণিপুর, উত্তর প্রদেশ ও হরিয়ানায় সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব হন তাঁরা।

২০১১ সালে রাজ্যে মমতার ক্ষমতা দখলের পিছনে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কের ভূমিকা রয়েছে বলে মনে করেন অনেকেই। যদিও সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে ঘাসফুল শিবিরের পরাজয় নিঃসন্দেহে ছিল তাৎপর্যপূর্ণ। ওই ঘটনার পর মুর্শিদাবাদের বহু জায়গায় ছোট ছোট আকারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করে । এর মধ্যে রাজ্যে বেশ সক্রিয় আইএসএফ। পঞ্চায়েত নির্বাচনেও রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সন্ত্রাসের ঘটনা ঘটেছে। তাই সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তা রয়েছে তৃণমূলের। সেই চিন্তা দূর করতেও কি তবে তৃণমূলের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন? উঠছে প্রশ্ন।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved