Home Uncategorised Adamant JU Student: ক্যাম্পাসে সিগারেট,মদ খাওয়া আমাদের অধিকার, পাল্টা দাবি যাদবপুরের ছাত্রীর!

Adamant JU Student: ক্যাম্পাসে সিগারেট,মদ খাওয়া আমাদের অধিকার, পাল্টা দাবি যাদবপুরের ছাত্রীর!

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার পর থেকে তোলপাড় চলছে গোটা রাজ্যে। ঘটনায় সিনিয়র ছাত্র-সহ অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত। নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এদিকে বিশ্ববিদ্যালয়কে রাগিং থেকে শুরু করে নানা অপ্রীতিকর ঘটনা দূর করতে নয়া কড়া বিধিও আনতে চলেছে কর্তৃপক্ষ। বহিরাগতদের ঠেকাতে চালু হচ্ছে বৈধ পরিচয়পত্র, যে পরিচয়পত্র ছাড়া কোনও পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না।

ক্যাম্পাস চত্বরে নিষিদ্ধ করা হয়েছে মদ্যপান। ক্যাম্পাসে মদ্যপান নিষিদ্ধ করার পর এক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীর পাল্টা দাবি, ক্যাম্পাসে মদ্যপান, সিগারট খাওয়া তাদের অধিকারের মধ্যে পড়ে। কারণ বিশ্ববিদ্যালয় তাদের কাছে সেকেন্ড হোম। কে তাদের এমন অধিকার দিয়েছে,জানতে চাওয়া হলে তার সটান জবাব, কেউই এই অধিকার দেয়নি। এটা তার অধিকার। ওই পড়ুয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ছাত্রীর এমন উদ্ধত ও অপরিণত দাবি নিয়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। রূপা মূর্তি নামে এক এক্স ইউজার(পড়ুন টুইটার) লিখেছেন, যদি বাড়িতে পারবারিক হিংসার ঘটনা ঘটনা ঘটে, তাহলে সেই ঘটনাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতে দিতে অনুমতি দিতে হবে? কারণ ওটা তাদের সেকেন্ড হোম।

এদিকে পড়ুয়ার আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে তোলপাড়ের পর নতুন বিধিনিষেধ জারি হওয়ার পর নির্দেশিকা জারি করা হয়েছে, যারা রাত আটটা থেকে সকাল সাতটার মধ্যে কলেজ চত্বরে ঢুকতে চাইবে, তাদের বিশ্ববিদ্যায়ের ইস্যু করা বৈধ পরিচয়পত্র দেখাত হবে। এবং যার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা তার বিশদ বিবরণ জানাতে হবে।

পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টিকার লাগানো ছাড়া কোনও গাড়ি চত্বরে ঢুকতে দেওয়া হবে না। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের গেট, মেন হস্টেল-সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে সিসিটিভি বসানো হচ্ছে। তবে ক্লাসরুম,করিডরে বসানো হচ্ছে না সিসিটিভি। নিষিদ্ধ করা হচ্ছে মাদক,মদ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved