Home Bengal তৃণমূল বিধায়কের জুতো পুলিশের হাতে

তৃণমূল বিধায়কের জুতো পুলিশের হাতে

by Ritika Chakraborty
1 views

 

 

নিজস্ব সংবাদদাতা: জুতো বহন করছে পুলিশকর্মী।পু লিশ কর্মীদের আমরা সাধারণত দেশের আইন শৃঙ্খলার প্রতীক হিসেবে দেখে থাকি। তাদের উর্দি থেকে শুরু করে হাতের গেরুয়া রংয়ের লাঠিটাও দেশের জনগণ সম্মান করে থাকে। কিন্তু সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে বেশ বিরক্তির ছাপ ছড়িয়েছে আমজনতার মধ্যে।

করুণ বাস্তবতার রূপ দেখার পরে অনেকেই মেনে নিতে পারেনি এই ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক পুলিশ কর্মী মুর্শিদাবাদের ডোমকল বিধায়ক জাফিকুল ইসলামের জুতো গাড়ি থেকে হাতে করে নামিয়ে দিচ্ছেন নিচে, তারপর গাড়ি থেকে নেমে সেই জুতো পড়েই হেঁটে চলেছেন তৃণমূল বিধায়ক। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এই ঘটনার প্রবল প্রতিবাদ করে পুলিশ কর্মীর উপর ধিক্কার জানিয়ে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ বলেন,”নির্দেশিকা অনুযায়ী কোনও হোমগার্ড সিনিয়র অফিসারদের ফাই ফরমাশ খাটতে পারেন না। সেখানে এক বিধায়ক তো কোন ছাড়! অবিলম্বে পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হোক।”

পাশাপাশি তিনি সংবাদমাধ্যমে আরও বলেছেন যে,”কেউ বিধায়ক হোক বা না হোক পুলিশ কর্মীদের দিয়ে এসব কাজ করানো যাবে না। কিছুদিন আগেই দেখা যেত পুলিশ কর্মীদের দিয়ে সিনিয়র অফিসাররা জুতো পালিশ করাচ্ছেন এবং বিভিন্ন কাজকর্ম করাচ্ছেন,যেটি খুবই নিন্দনীয়।এছাড়া কিছুদিন আগেই একটি নির্দেশিকা প্রকাশ হয়েছে। যেখানে পরিষ্কারভাবে নির্দেশিত রয়েছে,এগুলো কোনও ভাবেই পুলিশ কর্মীদের কাজ নয়।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved