Home Politics জমিদারি সংস্কৃতি বাদ দিক কংগ্রেস, প্রধানমন্ত্রীর মুখ করা হোক মমতাকে, কংগ্রেসকে বার্তা তৃণমূলের

জমিদারি সংস্কৃতি বাদ দিক কংগ্রেস, প্রধানমন্ত্রীর মুখ করা হোক মমতাকে, কংগ্রেসকে বার্তা তৃণমূলের

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: জমিদারি সংস্কৃতিকে বিসর্জন দিয়ে বিরোধী জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেত্রীকে। দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠকের আগে কংগ্রেসের কাছে দাবি করল তৃণমূল কংগ্রেস। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। ২০২৪ সালের লোকসভা ভোটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ইন্ডিয়া ব্লকের প্রার্থী কে হবেন,তা নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছেন। ঘাসফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন তিনটি রাজ্যের ভোটে হারের পর কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত। তাদের জমিদারি সংস্কৃতিকে বিসর্জন দিতে হবে। তারা যেন শরিকদের প্রজা হিসেবে না দেখে।

ইন্ডিয়া ব্লকের জয় সুনিশ্চিত করতে তিন বারের মুখ্যমন্ত্রী এবং তিন বারের কেন্দ্রীয়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী মুখ হিসেবে প্রোজেক্ট করুক তারা বলে এমনই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাঁর কথায়, কংগ্রেস একা লড়েছিল ভোটে এবং হিন্দিবলয়ের ভোটে বিজেপির কাছে হেরেছে। কংগ্রেসের পারফর্মেন্স নিয়ে অখুশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, কংগ্রেস বারবার বিজেপিকে হারাতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মমতার নেতৃত্বে বিজেপিকে বারবার হারানোর রেকর্ড রয়েছে।

তবে তৃণমূল কংগ্রেসের এহেন মন্তব্যের পরই দ্রুত পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। তাদের মুখপাত্র সৌম্য আইচ রায় জোর দিয়ে বলেন বিজেপিকে হারাতে তৃণমূলের কাছ থেকে কিছু শেখার নেই। তাদের দল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। শতাব্দী প্রাচীন দল তৃণমূলের মতো একাধিকবার গেরুয়া শিবিরের সঙ্গে সমঝোতা করেনি। এদিকে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর তাদের দল আসন সমঝোতার আলোচনা দ্রুত করার পক্ষপাতী।

সেইসঙ্গে ২০২৪ সালে লোকসভা ভোটের জন্য বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তারা সমবেতভাবে একটি বিশ্বাসযোগ্য ইস্তেহারের পক্ষে। অন্যদিকে দিল্লিতে মমতা বলেন লোকসভা ভোটের পর ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জোট আসন সমঝোতা,বিভিন্ন ইস্যুর সমাধান এবং বিজেপিকে হারানোর বিষয়টি চূড়ান্ত করা হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved