Home Sports News পাহাড়ের নিচে পড়ে যাওয়া এক গাড়ির চালকের প্রাণ বাঁচালেন মহম্মদ শামি

পাহাড়ের নিচে পড়ে যাওয়া এক গাড়ির চালকের প্রাণ বাঁচালেন মহম্মদ শামি

by Mahanagar Desk
28 views

মহানগর ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ ঘুরল। ভারতের পরাজয়ের কথা এখনও হৃদয়ে গেঁথে রয়েছে দেশবাসী। এবার বিশ্বকাপের ময়দানে ভারতীয় দলের সুপারস্টার ছিলেন দুজন, একজন বিরাট কোহলি এবং অন্যজন মহম্মদ শামি। যাঁর দুর্দান্ত পারফরম্যান্সে ফিদা দেশবাসী। যাই হোক, মহম্মদ শামির (Mohammed Shami) ব্যক্তিগত জীবনও নানা সময়ে খবরের শিরোনাম বনেছে। তবে এবার তিনি যা করলেন, তা হৃদয় জয় করল গোটা দেশবাসীর।

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি নৈনিতালের এক ব্যক্তির জীবন রক্ষাকারী হয়ে উঠলেন। শামি শনিবার গভীর রাতে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি দুর্ঘটনার কথা শেয়ার করে নিলেন। যেখানে তিনি একজন ব্যক্তির সঙ্গে জড়িত ভিডিও শেয়ার করে দাবি করলেন যে, তিনি এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি মিলে একটি গাড়িকে পাহাড় থেকে উদ্ধার করেছে। যা পাহাড়ের নিচে চলে গিয়েছিল, যার ফলে একটি গুরুতর ঘটনা ঘটতে না পারত। শামি, এই মুহূর্তে ভারতের একটি জনপ্রিয় ক্রিকেটার, যিনি তার প্রাণঘাতী বোলিং দিয়ে ব্যাটসম্যানদের ধ্বংস করার জন্য পরিচিত। এদিন ঘটনার সময় টিম ইন্ডিয়ার ক্রিকেটার শামিও নৈনিতালে ছিলেন। ব্যক্তির গাড়িটি শামির গাড়ির ঠিক সামনে পাহাড়ের নিচে পড়ে গিয়েছিল।

ব্যক্তিটির জীবন বাঁচাতে সময়মতো তৎপর হন শামি। ক্যাপশন সহ ভিডিওটি শেয়ার করে শামি ইনস্টাগ্রামে লিখেছেন, “তিনি খুব ভাগ্যবান ঈশ্বর তাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। তার গাড়িটি আমার গাড়ির ঠিক সামনে নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তা থেকে পড়ে গিয়েছিল। আমরা তাকে খুব নিরাপদে বের করে নিয়ে এসেছি।”শামি নম্র ব্যাকগ্রাউন্ডের একজন ক্রিকেটার। সাম্প্রতিক একটি সাক্ষাত্কারে, তিনি প্রকাশ করেছেন যে তিনি বাইক, গাড়ি, ট্রাক্টর, বাস এমনকি ট্রাকও চালিয়েছেন। তাঁর কথায়, “আমি ভ্রমণ করতে, মাছ ধরতে পছন্দ করি। আমি গাড়ি চালাতে অনেক পছন্দ করি। আমি বাইক এবং গাড়ি চালাতে পছন্দ করি। কিন্তু ভারতের হয়ে খেলার পর আমি বাইক চালানো বন্ধ করে দিয়েছি। আমি আহত হলে কী হবে? আমি হাইওয়েতে বাইক চালাই, মাঝে মাঝে গ্রামে থাকতে পারে যখন আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে যাই। আমি ট্রাকে বাস চালিয়েছি। আমার এক স্কুল বন্ধুর বাড়িতে ট্রাক ছিল। সে আমাকে চালাতে বলেছিল। আমি ছিলাম। তখন ছোট এবং একটা মাটিতে গাড়ি চালাচ্ছিল। আমি আমাদের ট্রাক্টরটাও পুকুরে ফেলে দিয়েছিলাম। আমার বাবা আমাকে বকাঝকা করেছিলেন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved