মহানগর : মর্মান্তিক, বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায়। খালে গাড়ি উল্টে প্রাণ হারালেন ৪ জন। আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে। ঘটনাকে কেন্দ্র করে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ জানিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি দ্রুতগামী গাড়ি খালে পড়ে ৪ জন মারা যায় এবং দু’জন আহত হয়। গাড়িতে থাকা ছয় যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন বলে জানান তারা। আহত যাত্রীদের আগ্রার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছসেব সুরাজ কুমার রাই, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি, সিটি) সাংবাদিকদের বলেন “শুক্রবার সন্ধ্যায় একটি দ্রুতগামী গাড়ি ছয়জন যাত্রী নিয়ে খালে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে আগ্রা শহরের তাজগঞ্জ থানার সীমানায় ডিগনার রোডে। দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, এবং দুজন আহত হয়েছে। যারা আহত হয়েছেন তারা হলেন আগ্রা শহরের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে। গাড়ির গতিবেগ কত ছিল তা খতিয়ে দেখা হবে। মৃতদের পরিবারের সকলকে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।