মহানগর ডেস্ক: মধ্য-পশ্চিম নেপালের ডাং জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ব্রিজ থেকে নদীতে বাস উল্টে মৃত ২ ভারতীয় সহ ১২। আহত হয়েছেন আরও ২২ জন। দুর্ঘটনার খবর পুলিশ নিশ্চিত করেছে। শুক্রবার গভীর রাতে ভালুবাংয়ে রাতারাতি ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আটজনের পরিচয় জানা যায়নি।
ভালুবাং এরিয়া পুলিশ অফিসের চিফ ইন্সপেক্টর অফ পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বাহাদুর সিং নিশ্চিত করে জানিয়েছেন, “যাত্রীবাহী বাসটি বাঁকের নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল কিন্তু সেটি ব্রিজ থেকে ছিটকে পড়ে রাপ্তি নদীতে পড়ে যায়। আমরা মাত্র আট যাত্রীর পরিচয় নিশ্চিত করতে পেরেছি, যার মধ্যে দুজন ভারতীয়ও রয়েছে।” পুলিশ জানিয়েছে, বাস দুর্ঘটনায় আরও ২২ জন যাত্রী আহত হয়েছেন। দুই ভারতীয়র পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন, বিহারের মালাহির যোগেন্দ্র রাম (৬৭) এবং উত্তর প্রদেশের মুনে (৩১)।
পুলিশের চিফ ইন্সপেক্টর জানিয়েছেন, “মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য লামাহি হাসপাতালে নেওয়া হয়েছে।” ঘটনাটি নিয়ে তদন্ত করা হচ্ছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলেছে। খবর দেওয়া হয়েছে পরিবাররে সদস্যদের।