মহানগর ডেস্ক: বর্তমানে মনোরম আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় বেশ কিছুটা গরম থাকলেও রাতের দিকে সেইভাবে গরমটা নেই। যদিও বেশ অনেকদিন বৃষ্টিও হয়নি। তবে নতুন সপ্তাহ থেকে গরম বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ঝড়-বৃষ্টি হওয়ার কোথাও জানানো হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে আগামিকাল, মঙ্গলবার থেকে বাড়বে রাতের তাপমাত্রাও। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক আবহাওয়া বঙ্গে বিরাজ করছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম এবং এই মরশুমে মার্চে শীতলতম রাত ছিল। তবে নতুন সপ্তাহ থেকে গরম বৃষ্টি পেতে পারে এবং তাপমাত্রা ৩২ ডিগ্রির উপরে উঠতে পারে। সর্বোচ্চ ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ।