Home Weather আজ থেকেই ব্যপক ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় কতটা বৃষ্টি জেনে নিন

আজ থেকেই ব্যপক ঝড়-বৃষ্টি, কোন কোন জেলায় কতটা বৃষ্টি জেনে নিন

by Shreya Maji
92 views

মহানগর ডেস্ক:  সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার আমুল পরিবর্তন। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। জেলা জুড়ে দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় কতটা বৃষ্টি  হবে জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে শিলা বৃষ্টি এবং ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বইতে পারে  বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমানে। সেই সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে।  সেই সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে  কলকাতা-সহ বাকি জেলাতেও।   দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা  উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে ।  জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।

আলিপুর জানিয়েছে কলকাতার তাপমাত্রা ৩০ থেকে ৩২-এর মধ্যেই থাকবে তাপমাত্রা।  আকাশ মেঘলা থাকায় আদ্রতা জনিত অস্বস্তি বৃদ্ধি পাবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। আকাশ পরিষ্কার হলেই বাড়বে গরম।

You may also like