Home Kolkata অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বা বিজেপিতে যোগ দিলে বিশ্বাসযোগ্যতা হারাবেন: বিকাশ রঞ্জন ভট্টাচার্য   

অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বা বিজেপিতে যোগ দিলে বিশ্বাসযোগ্যতা হারাবেন: বিকাশ রঞ্জন ভট্টাচার্য   

by Mahanagar Desk
95 views
মহানগর ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পদ ছেড়ে বিজেপি বা তৃণমূলে যোগ দিলে বিশ্বাসযোগ্যতা হারাবেন বলে মনে করেন আইনজীবী এবং সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর মতে তিনি যে ভাবে বিচার ব্যবস্থায় কাজ করেছেন তার সঙ্গে তৃণমূল বা বিজেপির কর্মপদ্ধতির মিল নেই।
কলকাতা হাই কোর্টের বিচারপতি পদ থেকে মঙ্গলবার অবসর নেবেন বলে রবিবার ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত তৈরী করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি যদি তৃণমূল বা বিজেপির মতো দলে যোগ দেন তাহলে মানুষের মধ্যে তিনি তাঁর বিশ্বাসযোগ্যতা হারাবেন। কারণ তিনি বিচারপতি হিসাবে যে সমস্ত রায় দিয়েছেন তার সঙ্গে তৃণমূল অথবা বিজেপির ভাবনাচিন্তা বা কর্মপদ্ধতির মিল নেই।” বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই মন্তব্য বুঝিয়ে দিচ্ছে বিচারপতি হিসাবে রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছেন তাতে মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে। তবে তিনি বিজেপি বা তৃণমূলে গেলে তাঁর সেই বিশ্বাসযোগ্যতা কমবে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যে একটা বিষয় তিনি স্পষ্ট করে দেন, “দুর্নীতির বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় মানুষের জন্য গেলেও তিনি কখনই বাম রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করেননি। তবে রাজনীতিতে সবাই স্বাগত।”
এদিকে তৃণমূলনেত্রী দোলা সেন বলেন, “বিচারপতিপনা ছাড়ে কেউ যদি রাজনীতি করবেন ভাবেন করতেই পারেন। এটা গণতান্ত্রিক দেশ। পৃথিবী আনন্দময়, যার চিত্তে যা নেয়।” অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার দুপুর দেড়টায় কলকাতা হাই কোর্ট সংলগ্ন সূর্য সেনের মূর্তির পাদদেশ থেকে কী জানান সেটার জন্য এখন অপেক্ষা করতে হবে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পদত্যাগের ঘোষণার পর একমাত্র রাজ্যের শাসকদল তৃণমূল তেড়েফুঁড়ে তাঁর সমালোচনায় মুখর হয়েছে। দেবাংশু ভট্টাচার্য থেকে জয়প্রকাশ মজুমদার সবাই বলছেন, উনি বিচার ব্যবস্থায় থেকে যে রায় দিয়েছেন তখন আমরা যা বলেছিলাম, এখন সেটা মিলে যাচ্ছে। দেবাংশু বলেন, “যাক এবার তাহলে রাজনীতির ময়দানে ওনার সঙ্গে খেলা হবে।” তবে রাজ্যের শাসক দলের আহ্বানেই তিনি রাজনৈতিক ময়দানে নামছেন বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved