Home Bengal সন্দেশখালি নিয়ে উত্তাপের আবহে আজ দিল্লিতে শুভেন্দু, দেখা করতে পারেন অমিত শাহের সঙ্গে

সন্দেশখালি নিয়ে উত্তাপের আবহে আজ দিল্লিতে শুভেন্দু, দেখা করতে পারেন অমিত শাহের সঙ্গে

by Shreya Maji
26 views

মহানগর ডেস্ক:  লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। শাসক-বিরোধী উভয়েই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। বিজেপি কবে প্রার্থী ঘোষণা করবে এই চর্চা এবং  সন্দেশখালি নিয়ে উত্তাপের আবহেই আজ দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজধানী  গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলেই খবর রয়েছে।

আজ শনিবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে সন্দেশখালি নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণও করেছেন। দিল্লি উড়ে যাওয়ার আগে শাহজাহানকে নিয়ে রাজ্যের বিরোধীদলনেতা বলেছেন, ‘ধরবে না, ও ভোট করে, আর টাকা সাপ্লাই করে।’ এখানেই শেষ নয় সম্প্রতি সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি-এর সফরকেও কটাক্ষ করেছেন। শুভেন্দুর কথায়, “কাউকে ধরতে নয়, ড্যামেজ কন্ট্রোল করার জন্য সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি।” একধিকবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে বাধার সম্মুখীন হন শুভেন্দু। তারপর আদালতের রায় নিয়েই সেখানে গিয়েছিলেন, কথা বলেন নির্যাতিত মহিলাদের সঙ্গে। পরিস্থিতি খতিয়ে দেখেন। যদি শাহি সাক্ষাৎ হয় তবে এই সমস্ত কিছু তথ্য অমিত শাহকে দিতে পারেন শুভেন্দু অধিকারী। এমনটাই সূত্রের খবর।

প্রসঙ্গত,  আজ দিল্লিতে বসছে গেরুয়া বাহিনীর বৈঠক। লোকসভা নির্বাচনে প্রার্থী, রণনীতি সব নিয়েই হবে বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ভোট নিয়ে যাবতীয় বিষয়ে আলোচনা করা হবে বলেই সূত্রে জানা গিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved