Home Bengal আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি! রহস্যের পথে পুর নিয়োগ দুর্নীতি মামলা

আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি! রহস্যের পথে পুর নিয়োগ দুর্নীতি মামলা

by Mahanagar Desk
2 views

 

 

মহানগর ডেস্ক: ইডির চোখ এবার পুরসভার দিকে।নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে পুরসভাকে নোটিশ ইডির।এবার পালা রাজ্যের আরও ১২টি পুরসভার।পাশাপাশি পুরসভায় নিয়োগের দায়িত্বে থাকা অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডকেও নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অয়নের সংস্থার হিসাবরক্ষক ইডির তলবে। বর্তমানে রাজ্য রাজনীতি পুর নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম।

নোটিশ অনুযায়ী সমস্ত তথ্য পাঠাল পুরসভা। এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান প্রণব দাস বলেন, ‘নিয়োগ দুর্নীতি হয়েছে এটা বলতে পারব না। এটা আদালতের বিষয়।’জানা গিয়েছে,অয়ন শীলের সংস্থাকে ১৬ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য প্রশ্নপত্রের বরাত দেওয়া হয়েছিল ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে ।ওই বছরই পরীক্ষা নেওয়া হয় পুরসভার ব্যবস্থাপনায়।পুরসভা সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ওই সংস্থাকে নির্বাচন করেছিল।

স্বচ্ছভাবে নিয়োগের জন্য চেয়ারম্যানের নেতৃত্বে চারজনের একটি কমিটিও তৈরি করা হয়। এরপর ২০১৭ সালে ১৬ জনকে নিয়োগ করা হয়। সেই নিয়োগেই দুর্নীতির অভিযোগ ওঠে। যদিও তৎকালীন চেয়ারপার্সন মীরা হালদারের দাবি, অয়ন শীলকে তিনি চেনেন না।পুরসভার বর্তমান চেয়ারম্যান প্রণব দাস বলেন, ‘দুর্নীতি হয়েছে এটা আমি বলতে পারব না। এটা আদলতের বিষয়। তবে এইটুকু বলতে পারি, ইডি একটা চিঠি পাঠিয়েছিল, আমাদের রিপোর্ট আমরা দিয়ে দিয়েছি। ২০১৭ সালে আমি কাউন্সিলর ছিলাম। নিয়ম মাফিক বিজ্ঞাপন করা হয়েছিল, পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণের ভিত্তিতে ওরাল টেস্ট হয়েছিল, যাঁরা পাশ করেছেন, নেওয়া হয়েছে।’

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved