Home Bengal রূপনারায়ণ নদের পাশে বিরাট গর্ত খুঁড়ে ৩০০ বেওয়ারিশ লাশ পোঁতার ভাবনা

রূপনারায়ণ নদের পাশে বিরাট গর্ত খুঁড়ে ৩০০ বেওয়ারিশ লাশ পোঁতার ভাবনা

by Mahanagar Desk
45 views

মহানগর ডেস্ক: বিরাট গর্ত খোঁড়া হয় রূপনারায়ণ নদের পাশে। আর সেখানেই ৩০০ বেওয়ারিশ লাশ পোঁতার ভাবনা! এই নিয়ে তমলুকে শুরু হয় তুমুল হইচই।তমলুকের ১৮ নম্বর ওয়ার্ডে ঘটেছে ঘটনাটি। এলাকাবাসীদের কথা অনুযায়ী, তাঁরা জানতে পারেন ৩০০ বেওয়ারিশ লাশ হাসপাতাল থেকে নিয়ে এসে পোঁতা হবে ওই গর্তগুলিতে। এরপরেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পড়ে যায় বৃহস্পতিবার রাতেই।

প্রশাসনের পক্ষ থেকে তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় বৃহস্পতিবার বিকেলে তিনটি বড় বড় গর্ত খোঁড়া হয়। সাধারণ মানুষ প্রশ্ন করলে যাঁরা গর্ত খুঁজছিলেন তাঁরা জানান, গর্ত খোঁড়া হচ্ছে পিকনিক করার জন্য। পরবর্তীকালে এলাকাবাসী বিভিন্ন সূত্র থেকে জানতে পারেন, ওই গর্তে পোঁতা হবে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বেওয়ারিশ লাশগুলি। আর সেই কারণেই খোঁড়া হয়েছে গর্ত।এরপরেই এলাকাবাসী গর্ত খোঁড়ার কাজে বাধাদান করে। এলাকা তপ্ত হয়ে ওঠে। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় তমলুক থানার পুলিশ। এরপর বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে।

এদিকে পিছু হঠতে বাধ্য হয় প্রশাসন এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে। তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পুরসভার বিরোধী নেত্রী জয়া দাস নাগ ঘটনাস্থলে রাতেই পৌঁছন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি অত্যন্ত জনবহুল এলাকা। জমিটি সরকারি হলেও কী ভাবে সেখানে লাশ পোঁতার সিদ্ধান্ত নেওয়া হল? যদি তা হয় সেক্ষেত্রে সেখান থেকে বহু রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন এই লাশগুলি বৈদ্যুতিন চুল্লিতে পোড়ানো হচ্ছে না?’

You may also like