মহানগর ডেস্ক: এবার ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়ল নিউটাউন। শুক্রবার রাতে কলকাতার কেন্দ্রস্থল নিউটাউনে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণের অভিযোগ। সূত্রের খবর, পার্টি চলাকালীন মদ্যপান করিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। তবে এই মুহূর্তে তরুণীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে নিউ টাউনের শাপুরজি আবাসনে।
যেখানে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। আর প্রতি সপ্তাহের মতোই সেদিনও অফিসের সাপ্তাহিক পার্টিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতা। পার্টিতে তাঁর অন্যান্য বন্ধুবান্ধবও ছিলেন। তবে একটু রাত হলেই তরুণীকে সুকৌশলে মদ খাওয়ানো হয়। এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়লে শুরু হয় অত্যাচার।
পরে শনিবার সকালে টেকনোসিটি থানায় গিয়ে লিখিত অভিযোগ করে দায়ের করে ওই নির্যাতিতা তরুণী। তাঁর অভিযোগ, পার্টিতে তাঁকে গণধর্ষণ করা হয়েছে। তরুণীর অভিযোগের ভিত্তিতে যে তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে, তাঁদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বর্তমানে টেকনোসিটি থানাতেই রয়েছেন ওই তিন অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ওই তিনজনও মেয়েটির তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকুরিরত। শনিবার সকালে অভিযোগ পেয়ে পুলিশ নিউ টাউন এলাকা থেকেই দুজনকে গ্রেফতার করে, এবং অন্যজনকে এন্টালি এলাকা থেকে পাওয়া যায়। তাঁদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।