Home Bengal উচ্চ মাধ্যমিক সেমেস্টার সিস্টেমে, কেন্দ্রের নিয়ম মানতে নারাজ রাজ্য

উচ্চ মাধ্যমিক সেমেস্টার সিস্টেমে, কেন্দ্রের নিয়ম মানতে নারাজ রাজ্য

by Mahanagar Desk
2 views

মহানগর ডেস্ক: এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেম অনুযায়ী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন,যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে একাদশ শ্রেণীতে উঠবে এবং এরাই দিবে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে।

ঠিক কি বলা হয়েছে সেমিস্টার সিস্টেম নিয়ে? এই সেমিস্টারের ব্যবস্থার অধীনে একাদশ শ্রেণীতে বছরে মোট দুইবার করে পরীক্ষা দিতে হবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকেও বসতে হবে দুইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ২০২৪ এর নভেম্বর মাসে এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে ২০২৫ এর ফেব্রুয়ারি থেকে মার্চে। এই একইভাবে ২০২৫ এর নভেম্বরে এবং ২০২৬ এর ফেব্রুয়ারি এবং মার্চে হবে দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

আরও পড়ুন: টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মরণোত্তর বিশেষ কৃতী সম্মান পেলেন ঐন্দ্রিলা

যদিও, কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে ২টি সেমেস্টারে বোর্ড পরীক্ষা হলেও যে সেমেস্টারে বেশি নম্বর থাকবে সেই নম্বরকেই গণ্য করা হবে। কিন্তু, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কেন্দ্রের এই নিয়ম মানতে অস্বীকার করেছে।CBSE, ICSE বোর্ড সেই নিয়মে চললেও রাজ্য তার সঙ্গে একমত নয়।

সূত্রের খবর, এই প্রসঙ্গে রাজ্য সরকার ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছে। সেই বৈঠকের আলোচনায় উঠে এসেছে বেশ কিছু মতামত।যেমন-উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে, ২ টো সেমেস্টারকেই সমান গুরুত্ব না দিলে পড়ুয়াদের মধ্যে পরীক্ষা দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। তাই রাজ্য সরকারের মতে, দুটি সেমেস্টারকেই ৫০-৫০ গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করা উচিত।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved