Home Bengal বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু প্রধানমন্ত্রীর! কটাক্ষ কল্যাণের

বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু প্রধানমন্ত্রীর! কটাক্ষ কল্যাণের

নির্বাচনী আবহে দিল্লির নেতাদের এ রাজ্যে আসা নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি কটাক্ষ শুরু তৃণমূলের।

by Pallabi Sanyal
16 views

মহানগর ডেস্ক : নির্বাচনী আবহে বাংলায় ১৫টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই উত্তরবঙ্গে সভা করেছেন মোদী। নির্বাচনী আবহে দিল্লির নেতাদের এ রাজ্যে আসা নিয়ে ডেইলি প্যাসেঞ্জারি কটাক্ষ শুরু তৃণমূলের। এবার বাংলায় থেকে মোদীকে বাংলায় লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”উনি এখানে ঘর করে থাকুন না। একটা কাজ করুন, এখনও তো সময় আছে। উনি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুন না। বারাণসীতে কেন?’ সেক্ষেত্রে রাজ্যের দুটি আসনে প্রার্থী দেওয়া বাকি থাকায় এই দুটি কেন্দ্রের মধ্যে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করুক মোদী।” প্রধানমন্ত্রীকে অভিনেতা বলে এদিন কটাক্ষ করেন শ্রীরামপুরের শাসক প্রার্থী। বলেন, ”উনি যে কত বড় অভিনেতা সবাই জানে। উনি যে সারা দেশের কতোটা ক্ষতি করেছেন সবাই জানে। উনি যে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন সবাই জানে।”

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন সামনেই। নির্বাচনকে কেন্দ্র করে যেমন প্রচারে দেখা যাচ্ছে অভিনবত্ব, অন্যদিকে, শোসক-বিরোধী-কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। সপ্তাহের শুরুতে রঘুনাথপুর পঞ্চায়েত অঞ্চল থেকে প্রচার শুরু করে উত্তরপাড়া মাখলা এলাকায় রোড শো করে জনসংযোগ এবং নির্বাচনী প্রচার করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর প্রচার থেকে আক্রমণ শানাল নরেন্দ্র মোদীকে।

কল্যাণের দাবি,গত পাঁচ বছরে যে টাকা সংসদের তহবিলে পেয়েছেন তার পুরোটাই খরচ করেছেন। যদিও শেষ কথা বলবে আমজনতা। এদিন প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সহ পুরসভার কাউন্সিলররা।হুগলি জেলার শ্রীরামপুর কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে যেমন লড়ছেন গতবারের জয়ী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তেমনই, বিজেপির তরফে লড়ছেন তাঁরই প্রাক্তন জামাই কবীর শঙ্কর বোস। এছাড়াও লড়াইয়ে সামিল বামেদের দীপ্সিতা ধর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved