Home Bengal মিষ্টি খেতে এসে খেতে হল গুলি! শুটআউটে জখম ক্রেতা

মিষ্টি খেতে এসে খেতে হল গুলি! শুটআউটে জখম ক্রেতা

by Mahanagar Desk
19 views

মহানগর ডেস্ক: মিষ্টি খাওয়া নিয়ে চলল গোলাগুলি। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনা। মিষ্টি খেতে এসে বচসার জেরে গোটা পরিস্থিতি হয়ে উঠল তেতো। শুধু তাই নয়,বসিরহাটের কলেজ পাড়া এলাকায় বচসা থেকে চলল গোলাগুলিও। এক ক্রেতা গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি।ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।এলাকার বাকি ব্যবসায়ীরা শুটআউটের ঘটনার পর তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন দোকানের ঝাঁপ ফেলে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বসিরহাট থানার পুলিশের হস্তক্ষেপে।

তাপস মণ্ডলের মিষ্টির দোকান বসিরহাটের কলেজ পাড়ার টাকি রোডের পাশে।কয়েকজন যুবক সেখানে রবিবার রাতে মিষ্টি খেতে গিয়েছিলেন। কিন্তু তাঁরা বিক্রেতার উদ্দেশ্যে মিষ্টিতে পোকা, দুর্গন্ধ বলে অভিযোগ তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। যার ফলে মিষ্টি ব্যবসায়ী তাপস মণ্ডল প্রতিবাদ করেন।এরপর আরও জোরালো হয়ে ওঠে বচসা।

ঘটনায় সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,বেশ কয়েকজন দুষ্কৃতী এই বচসার কিছুক্ষণ পর মোটরসাইকেলে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দোকানের সামনে। সেসময় বছর পঁয়তাল্লিশের ক্রেতা নবীনকুমার দাস ওই দোকান থেকে এক মিষ্টি কিনছিলেন। তাঁর বাঁ দিকের কোমরে গুলি লাগে, তিনি লুটিয়ে পড়েন মাটিতে।দুষ্কৃতীরা গুলি চালানোর পর চম্পট দেয় এলাকা থেকে।নবীনকুমার দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় বসিরহাট জেলা হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে।

You may also like