মহানগর ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় খুব শিগগিরই ইডি চার্জশিট জমা করতে চলেছে। ইডি সূত্রে খবর,চলতি সপ্তাহে চার্জশিট পেশ করা হতে পারে। ব্যবসায়ী বাকিবুর রহমানকে রেশন দুর্নীতি মামলায় প্রথমে গ্রেফতার করা হয়। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককেও গ্রেফতার করা হয় সেই সূত্রে।তাঁদের নাম ছাড়াও চার্জশিটে বেশ কয়েকটি সংস্থার নামও থাকতে পারে।শুধু তাই নয়,জানা যাচ্ছে কত কোটি টাকার দুর্নীতি হয়েছে, তা-ও উল্লেখ করা হবে।
গত ১৩ অক্টোবর, প্রায় ৫৫ ঘণ্টা ধরে তল্লাশির পর ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি একটি ডায়েরির হদিশ পায়। তাতে কাকে, কবে, কত টাকা দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য লেখা ছিল। বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগসাজশের বিষয়টি জানা গিয়েছে সেই তথ্যের ভিত্তিতেই। ইডির দাবি,জ্যোতিপ্রিয় বাকিবুরের থেকে ৯ কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছেন।শুধু তাই নয়,বাকিবুরের দাবি,’গ্রেফতার হওয়ার আগের দিন পর্যন্ত সেই টাকা তিনি ফেরত দেননি।’
ইডি সূত্রে জানা গিয়েছে, এই দুই অভিযুক্তের কাছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির টাকা পৌঁছেছে। শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড নামে তিনটি কোম্পানির সেই সূত্রে নাম উঠে এসেছে। জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা এবং মেয়ে প্রিয়দর্শিনীকে ওই কোম্পানি খুলে প্রথমে ডিরেক্টর করা হয়। তবে চার্জশিটে তাঁদের নাম থাকবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।