মহানগর ডেস্ক: কংগ্রেস সাংসদের বাসভবন,অফিস থেকে তিন দিন ধরে আয়কর হানায় উদ্ধার হয়েছে তিনশো কোটি টাকারও বেশি। টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ছেন আয়কর দফতরের আধিকারিক-কর্মীরা। এরপরই কংগ্রসকে আক্রমণ করে বিজেপির খোঁচা, এটাই কংগ্রেসের আসল চেহারা। হিমাচল প্রদেশের বিজেপির ভারপ্রাপ্ত আধিকারিক অবিনাশ রাই খান্নার মন্তব্য কংগ্রেস সাংসদ ধীরাজ সাউয়ের বাড়ি,অফিসে হানা দিয়ে তিনশো কোটি টাকারও বেশি উদ্ধার করেছে আয়কর দফতর। এখনও পর্যন্ত অনুসন্ধান চালিয়ে ১৫৬-রও বেশি ব্যাগ ভর্তি নগদ পেয়েছে তারা। দেশের মানুষের উচিত কোটি কোটি টাকার নোটের বান্ডিলের দিকে এবং শোনা উচিত কংগ্রেস নেতারা কী বলছেন।
যে টাকা লুট করা হয়েছে,তা গুনে গুনে ফেরত দিতে হবে। এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি। বিজেপি নেতা বলেন, এখনও পর্যন্ত অপরাধী কংগ্রেসের কাছ থেকে তিনশো কোটি টাকা উদ্ধার হয়েছে। অনেক লকার খোলা বাকি রয়েছে। কল্পনা করা যায় কত বড় অঙ্কের কেলেঙ্কারি হয়েছে। এই ইস্যুতে কংগ্রেসের নীরবতার সমালোচনা করে বিজেপি নেতা জানান এটা খুবই আশ্চর্যের যে তারা ওই সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। এমনকী নিন্দা পর্যন্ত করেনি। কংগ্রেসের আসল চেহারা সবার সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। এটা খুবই লজ্জার বিষয় এবং নিন্দনীয় ঘটনা। সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানিয়েছেন বিজেপি নেতা।